|
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি'র বার্বিকিউ পার্টি
কমিউনিটি রিপোর্ট ।। মে ৬, ২০১৯ ।।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি'র বার্ষিক আয়োজন ২০১৯ হিসেবে এবছর এক
বার্বিকিউ পার্টির আয়োজন করা হয় ।
কানাগাওয়া প্রিফেকচার এর সাগামিহারা জেলার মিদোরি কু 'অশিমা কানকো
কিওকাই'নামক বার্বিকিউ স্পটে ৩ মে শুক্রবার আয়োজিত বার্বিকিউ পার্টি টি শুধু
কেবল জাপান-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি'র সদস্য/সদস্যাদের মধ্যেই আর
সীমাবদ্ধ থাকেনি , হয়ে উঠেছিল জাপান প্রবাসীদের মিলন মেলা । টোকিও , চিবা ,
গুনমা ,সাইতামা ও তোচিগি প্রিফেকচার থেকেও সুহৃদরা ছুটে গিয়েছিলেন তাদের এ
আয়োজনে ।
জাপানে চলমান গোল্ডেন উইক এর ছুটি হওয়ায় বার্বিকিউ পার্টি ভিন্ন মাত্রা
পেয়েছিল।
অত্যন্ত মনোরম এবং নয়নাভিরাম পাহাড় থেকে নেমে আসা হ্রদের প্রাদদেশে অবস্থিত
'অশিমা কানকো কিওকাই'উদ্যনটি ৩মে ২০১৯ আনন্দঘন ও উৎসব মুখর হয়ে উঠে হাজারো
মানুষের পদচারনায়। প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি তাতে ভিন্ন মাত্রা পায়।
সোসাইটির প্রতিটি সদস্য/সদস্যাদের আন্তরিকতা ও আপ্যায়ন অতিথিদের মুগ্ধ করে।
বিশেষ করে প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ , উপদেষ্টা ইকবাল হুসেইন , তরুন
মিয়া , আলামীন খান , শেখ রনি লিটন , সভাপতি এনামুল হক বাবু , সহসভাপতি
শামীম আহমেদ , সাধারন সম্পাদক এস রাহমান শিপ্লু , সহ সাধারন সম্পাদক বিপুল
সাহা ,সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী জুয়েল প্রমুখদের কথা না বললেই নয়।
আরো কৃতজ্ঞতা জানাতে হয় প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ ও উপদেষ্টা তরুন
মিয়া'র পরিবারের প্রতিটি সদস্যের প্রতি । পূর্বদিন থেকে যাদের অক্লান্ত
পরিশ্রমে এমন একটি আয়োজন স্বার্থক ভাবে সম্পন্ন হয়েছে ।
বার্বিকিউ পার্টি এবার তৃতীয় বারের মতো হলেই সার্বিক ভাবে সোসাইটির এবারের
এবারের আয়োজনটি ছিল ষষ্ঠ বারের মতো ।
২০১৮ সালে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাপান প্রবাসীদের মধ্যে ব্যাপক
সাড়া জাগাতে সক্ষম হয়েছিল।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|