|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Friday, January 12, 2024 20:45 |

 

উত্তর কোরিয়ার সামরিক সাইটগুলি পর্যবেক্ষণ করতে জাপান স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

উত্তর কোরিয়ার সামরিক স্থাপনায় গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের প্রতিক্রিয়া উন্নত করার লক্ষ্যে শুক্রবার জাপান একটি সরকারি গোয়েন্দা-তথ্য সংগ্রহকারী উপগ্রহ বহনকারী একটি রকেট উৎক্ষেপণ করেছে।

মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রস্তুতকৃত এইচ২এ রকেটটি উৎক্ষেপণ করা হয় দক্ষিণ-পশ্চিম জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে। এটি একটি অপটিক্যাল স্যাটেলাইট বহন করছে যা টোকিওর সামরিক সক্ষমতা দ্রুত গড়ে তোলার প্রচেষ্টার অংশ।

স্যাটেলাইটটি দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ছবি তুলতে পারে। ১৯৮৮ সালে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র জাপানের উপর দিয়ে উড়ে যাওয়ার পর জাপান গোয়েন্দা তথ্য সংগ্রহকারী স্যাটেলাইট কর্মসূচী শুরু করে এবং এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ১০টি উপগ্রহের একটি নেটওয়ার্ক স্থাপন এবং উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলে তার প্রাথমিক সতর্কতা প্রদান করাও এর একটি উদ্দেশ্য।

চীন ও উত্তর কোরিয়ার সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার, ২০২২ সালে গৃহীত তার জাতীয় নিরাপত্তা কৌশলের অধীনে, দেশটির যুদ্ধত্তোর কেবল আত্মরক্ষার সামরিক নীতি ভেঙে, সম্প্রসারিত হামলা করার সক্ষমতা তৈরি করতে আগামী বছরের শুরুতে দূরপাল্লার আমেরিকার তৈরি টমাহক এবং অন্যান্য ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করার জন্য জোর দিচ্ছে।

মিৎসুবিশি হেভি এবং জাপান অ‌্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি যৌথ ভাবে নতুন এইচ৩ রকেট উৎক্ষেপণের আগে এবার এইচ২এ রকেট উৎক্ষেপণটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। নতুন রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ গত বছর ব্যর্থ হয়।

২০০৩ সালে মিৎসুবিশি হেভি'র পরিচালিত তরল-জ্বালানীর এইচ২এ রকেটের সাথে দু'টি কঠিন-জ্বালানীর সাব-রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর রকেটটি টানা ৪১ দফা সফল উৎক্ষেপণ করেছে যার সফলতার হার ৯৮%। এপি।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]