তাজুল ইসলাম স্মরনে-
মঈনুল শাওন
"সমাজ
বদলের স্বপ্নে বিভোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের
ছাত্র তাজুল ইসলাম স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে শ্রমিক
আন্দোলন সংগঠিত করার ব্রত নিয়ে একজন বদলি শ্রমিক হিসেবে
তৎকালীন আদমজী পাটকলে কাজ শুরু করেন. শ্রমিক আন্দোলনে তার মতন
শিক্ষিত ত্যাগী নেতৃত্বের উপস্থিতি স্বৈরাচারী জেনারেল এরশাদের
স্থানীয় দালালদের ভীতসন্ত্রস্ত করে. এরই এক পর্যায়ে ১৯৮৪ সালের
১লা মার্চ এরশাদবিরোধী ধর্মঘটের দিনে এই দালালরা কমরেড তাজুলকে
নির্মমভাবে হত্যা করে."
সমতার আঁশ
---------------------------------
হাভাতের পেটে নিত্য
ভাতের মোহ
নিপাট তুমি, পাটেতে দেখিলে দ্রোহ.
সোনালী আঁশে মিটিবে পেটের ক্ষুধা
অর্থনীতির সিলেবাসে বদলি শ্রমসুধা.
শ্রমের অর্থে রচিলে জীবন দূর্বিনীত
শাসক রচে ষড়যন্ত্রের জাল ঘৃণিত.
পাটে পাটে অঙ্কুরিত সমতার পাঠ
উৎপাদনে উজ্জীবিত শ্রেণীর লোপাট.
দুনিয়ার মজদূরে মজে আদমজীর কল
লাল নিশানে জোটবদ্ধ শ্রমিকসকল.
ধর্মঘটে থমকে দাঁড়ায় পাটের ক্রিয়া
ছোবল মারে পুঁজির দোসর প্রতিক্রিয়া.
অগ্নিমার্চে ফের কাঁপিল শাসককুল
সাম্যবাদে উচ্চকিত তাজুল-তাজুল.
----------------------------
মঈনুল শাওন. ১ মার্চ. ২০১৪.
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |