[প্রথমপাতা]

 

 

 

 

 

 

কবি মঈনুল শাওনের দু'টি কবিতা

 

 

ইশতেহার
--------------------------------------------------------


(সহস্র অথবা তারও বেশি, যাঁরা আরো বহুকাল
থাকতে চেয়েছিলেন, তাঁদের অম্লান স্মৃতিতে...)

ভর দুপুরে পরাণটা হঠাৎ
আনচান করিয়া ওঠে কেন?
রানা প্লাজার গ্রিলকাটা সুড়ঙ্গে
টানা বৃষ্টি ঝরিতেছে যেন...

মুনাফার কনক্রিটে মৃদু মৃদু
আগুয়ান মৌন বৃষ্টির জল
ধুয়ে- মুছে একাকার হায়
চাপা পড়া ইতিহাস সকল.

পুঁজির জলে উদ্বৃত্ত ভাসিবে
তাতে গরিবের কি আসে যায়
তলায় তলায় মুনাফায় পেষা
দীন শাহানারা তড়পায়.

গরিব পুড়িলে, গরিব মরিলে
মালিকের তো ক্ষতি নাই
বাঁচিতে চাহিলে রচিতেই হইবে
ফের, ওই গরিবের একতাই.

--------------------------
মঈনুল শাওন. ফেব্রুয়ারী, ২০১৪

------------------------------------------------------

 


গলদে সংকটের গোড়া
------------------------------------------------------

সারারাত ধরে কেবল তীব্র শীতে কাঁপা
খড়ের আগুন দ্বিগুন দৈন্য পাতের ভাতের
মতনই তাপ দেয় অবিকল মাপামাপা.

ঘুমহীন কাটে তাই আপামর সূদীর্ঘকাল
স্বপ্ন আর শব্দের জট কখনো জোট বেঁধে
গোনে ক্ষণ, কখন আসিবে সুন্দর স্ব-কাল?

কলের মুখে নিয়ত নির্গত নিরাপদ জল
ঝরিতেছে তবু বিকল কালে, মুনাফার
সমান্তরালে, অপাংক্তেও মানব সকল.

অট্টালিকার উর্ধমুখ ওই নীল আকাশপানে
তেরপালের ফুঁটো ফুঁড়ে আগন্তুক বৃষ্টিজলে
খাবি খায় অত:পর সুশীল সভ্যতার মানে.


-----------------------
মঈনুল শাওন. এপ্রিল, ২০১৪

------------------------------------------------------

 


 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ