প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

আত্নঘাতী হব
 
 

-আকাশ মামুন-


একটা গ্রেনেড দেবে? আমি আত্নঘাতী হব
বুক চিতিয়ে, বলিষ্ঠ পদধ্বনিতে
এগিয়ে যাব পরমানু বোমার কাছে
ধ্বংস করব সমস্ত পরমানু বোমা আর জীবানু অস্ত্র।

জীবনের শেষ রক্ত বিন্দুর বিনিময়ে
দেখতে চাই একটা ফুটফুটে শিশুর কোমল হাসি
একটা রঙ্গীন প্রজাপতির পাখায় রঙের বর্ণিল ছটা
একটা ফুলের নির্বিবাদ পরাগায়ন
অতঃপর আর একটা ফুল গাছ
দেখতে চাইনি রুদ্বেগ মুখের সুন্দর আগামী।


একটা গ্রেনেড দেবে? আমি আত্নঘাতী হব
২১ আগস্টের মত গ্রেনেড ফাটিয়ে করে দিব সব লন্ডভন্ড
অতঃপর হাসতে হাসতে খুদিরামের মত
ফাঁসির দড়ি গলায় পরে গাইব জীবনের গান।

ভবিষ্যত প্রজন্ম, আমার অনাগত সন্তান
যে শুনবেনা আর হিরোশিমার কথা
শুনবেনা ইরাক আর আফগানিস্তানের কথা
যে শুনবেনা গাজা উপত্যকায়
বেওয়ারিশ বেজন্মা ইহুদিদের বর্বরতার কথা
দেখবেনা কোন পঙ্গু মুক্তিযোদ্ধা
দেখবেনা কোন বিকলাঙ্গ শিশু
ঝরবে না কোন মায়ের চোখের জল
বাতায়নে বসা পাথর চাপা বাবার দীর্ঘশ্বাস
ধ্বংসস্তুপে কাঁদবে না শিশু বাবা-মা'র রক্তে ভিজে।

একটা গ্রেনেঢ দেবে? আমি আত্নঘাতী হব।
 


 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ