শরীফা বুলবুলের তিনটি কবিতা
-তোমার সড়কে গল্পের আকাশ ঘুমিয়ে-
জীবনের কলরোল তুলে,
তুমি তো চলে গেছো সীমান্তের ওপাড়ে
অথচ তোমার সড়কে
আমার গল্পের আকাশ ঘুমিয়ে আছে!
তুমি পুরুষতন্ত্রের স্বভাবে
পদদলিত করে গেলে সমূহ সম্ভাবনা!
আমি কার মুখ মনে রেখে
রাতগুলো দিনগুলো পাড় করবো!
আমি কি তবে চির জ্বরের দেশে চলে যাব!
নিঃসঙ্গ চাঁদের মতো ছাদের কার্নিশে জেগে
অপব্যয় করবো আমার অনিদ্র রাত,
নিঃসঙ্গ রক্তের গাঢ় অনুরণন, মুগ্ধ মুহুর্তগুলো
আর মিলিত ডানার নীলে আগুনের ফুলকিগুলো...
সব গোপন মদিরতা অপেক্ষার বিদ্রুপে হাসবে!
-তোমাকে সহ্য করি-
ভালোবাসি বলে তোমাকে সহ্য করি।
সহ্য করি প্রতিক্ষার সারা বেলা।
তোমাকে ভেবে নিঃশব্দে কাঁপি থর থর
অস্থির আকুলতায় ফোটে সুন্দর নিরবতা।
তুমি লুটে নাও সুখের পলাশ!
আর আঘাতে ক্ষতবিক্ষত কর
ধূর্ত ও অকৃতজ্ঞের মতো!
এই শোকে বুকের ভেতর ব্যথায় বড়ো বেশি
চিন মিন করে।
প্রত্যাখানের ভাষা জানা নেই বলে
তোমাকে ফেরাতে পারি না।
তবু তোমাকে সহ্য করি।
তুমি আমার গতশতকের অ্যান্টিক।
-সমস্তটাই সহ্য আমার-
লাইটের আলোয় পুড়তে থাকে আমার যতো সাহস
তবু তুমি বলছো আমায় সহ্য করো সহ্য করো
একটা কিছু হবে।
একটা কিছু হবে বলেই সমস্তটাই সহ্য আমার!
একটা কিছু হবে ঝলসে উঠি লেখার খাতায়।
গৌণ লোকের আষ্ফালনে বড়োবেশী মৌন থাকি।
তবু আমি হার মানি নি, হার মানি না হার
প্রতিরাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি
কারণ সমস্তটাই সহ্য আমার।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |