[প্রথমপাতা]

 

 

 

মো মি ন মে হে দী র ক বি তাঃ চালতা ফুলের চালাক চাহনি
 


চৈতালী রোদে তপ্ত আমার মেঠোমন; সেখানে এখন শুধু খা খা উত্তাপ।
একলা হাটা পথিকও জোড়ে জোড়ে পা বাড়ায় অন্য কোন দিকে।
সারাদিন ঝরে পরা রোদ গিলে গিলে অবশেষে সন্ধ্যায় অবসন্ন চোখ চেয়ে চেয়ে
চালতা ফুলের চালাক চাহনি চোষে। শুকনো ঠোঁটে সামান্য ভেজা-আদ্রতা সুখ।
সুখের রঙধনু নিয়ে ছুটে চলে চঞ্চল পা। এখন কেবল সুখের স্বাদ চায় অন্য কিছু নয়।
প্রজাপতির পাখায় আঁকা আগামী নয়
ফুলের পাপড়িতে লুকিয়ে থাকা ঘ্রাণ নয়
ভালোবাসার মানুষের মাঙ্গ কিংবা উড়ৃ নয়
সুখের স্বাদ খুঁজে ফেরে রাতের অন্ধকার কেটে কেটে...
 
 

mominmahadi@gmail.com 
www.mominmahadi.blogspot.com

০১৭১২৭৪০০১৫ 
 

[প্রথমপাতা]

 

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>সবাই চলে যায়

>>গঙ্গাফড়িং

>>শাদাফোটা

>>মাটি, মানুষ আর মমতায় মাইকেল মধুসূদন দত্ত

>>ভালোমন্দ

>>ভুলের এমন দেবতা স্বভাব এবং কচি রেজা

>>ইচ্ছে হলেই রোদ হয়ে যাই

>>রবীর আলো ছড়িয়ে ভালো এগিয়ে চলে সবখান

>>রোদবার্তা

>>একুশ শতক ছড়ার শতক, গড়ার শতক বিশ্ব

>>ঝুলে থাকে আড়ালে তার মায়াবীনি চাঁদ

>>রবীন্দ্রনাথ এবং পদ্মার ঢেউ ভাঙা কথা

>>রঙকাহন

>>অনুকাব্যের স্রোতধারায় গা ভাসানো মন

>>মো মি ন মে হে দী র ক বি তা

>>ভালোবাসার যতরঙ

>>জানালায় গলে পরে পাতাদের শোক

>>ব্যানার

>>কাগজের ভুত