মো মি ন মে হে দী র ক বি তাঃ চালতা
ফুলের চালাক চাহনি
চৈতালী রোদে তপ্ত আমার মেঠোমন; সেখানে এখন শুধু খা খা উত্তাপ।
একলা হাটা পথিকও জোড়ে জোড়ে পা বাড়ায় অন্য কোন দিকে।
সারাদিন ঝরে পরা রোদ গিলে গিলে অবশেষে সন্ধ্যায় অবসন্ন চোখ চেয়ে চেয়ে
চালতা ফুলের চালাক চাহনি চোষে। শুকনো ঠোঁটে সামান্য ভেজা-আদ্রতা সুখ।
সুখের রঙধনু নিয়ে ছুটে চলে চঞ্চল পা। এখন কেবল সুখের স্বাদ চায় অন্য কিছু
নয়।
প্রজাপতির পাখায় আঁকা আগামী নয়
ফুলের পাপড়িতে লুকিয়ে থাকা ঘ্রাণ নয়
ভালোবাসার মানুষের মাঙ্গ কিংবা উড়ৃ নয়
সুখের স্বাদ খুঁজে ফেরে রাতের অন্ধকার কেটে কেটে...
mominmahadi@gmail.com
www.mominmahadi.blogspot.com
০১৭১২৭৪০০১৫
[প্রথমপাতা] |