প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

 

 মঈনুল শাওন

 

বিশ্বাসের চাতালে চিঁড়
---------------------------------
(শহীদ নূর হোসেনের কাছে ক্ষমা প্রার্থনা)

 

 


সাতাশ বছর হলো পার
বিংশ ফুঁড়ে একবিংশ
শতাব্দী তুমি কার?
মাঝরাতে জননী আজও
চোখ মোছেন
দেয়ালে ঝোলানো স্মৃতি
নূর হোসেন.

বন্ধুর পথে বন্দুকের নল
শুন্যের ঘরে বাড়ে কোলাহল
ঘাতক ঘাতক জলপাইয়ের ঝাঁড়
রোদেলা বাতাসে বারুদ বারুদ
টানটান দেহ বিদ্রোহে বুঁদ
উদ্যমে উদোম একরোখা ষাঁড়.

সশব্দে পড়ে বাজ
ট্রিগারের নিপুণ কারুকাজ
মাঝদুপুরে অশনিসংকেত
শ্বেত উচ্চারণ চুইয়ে গোধুলির লাল
পোস্টাপিসের দ্বারে গনতন্ত্রের ক্ষেত
গড়ে দ্রোহী মহাকাল
কে করিল রোপন বীজ তাহাতে
বুকে-পিঠে দহন সীসার আঘাতে.

এতকাল পরে কে দেয় ঘা তাতে?
কেন্দ্রে ঘুণ দ্বিগুন দ্বিগুন
দূত বিদ্যুতে তন্ত্র ছেড়ে গণ
ছোটে বেহায়াপনার চোটে
জুরাইনের ভূমিতে ভুলে
পাতিলে কান
স্লোগানে স্লোগানে কাঁপে
সাত আসমান
নিপাতে আজও মুক্তি
খোঁজেন কোন প্রাতে?

সাতাশ বছর হলো পার
বিংশ ফুঁড়ে একবিংশ
শতাব্দী তুমি কার?
মাঝরাতে শুধু জননীর
বাস্পরুদ্ধ প্রাণ
অপলক দৃষ্টিতে কদাচিত
চোখ মোছেন
দেয়ালে ঝোলানো স্মৃতি
মুক্তির আকৃতি
নূর হোসেন.

----------------------------
মইনুল শাওন. ১০ নভেম্বর. ২০১৪.

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ