পিতৃদায়
মইনুল শাওন
অগাস্টে মনে পড়ে
অগুস্ত পিনোচেট
জারা- আলেন্দের রক্তস্নানে
চিলির মাথা হেট।
কদম পেরুলেই ডিসেম্বর
ফের ফেব্রুয়ারী - মার্চ
অপারেশনের জান্তব দাহ
লাইট লাইট সার্চ।
নভেম্বরেই জন্মগ্রহণ
মাঝ অগাস্ট এ নয়
রক্ত ফুঁড়ে বজ্রকন্ঠ
বাজবেই নিশ্চয়।
অগাস্ট স্মরণে আনে আরো
অগুস্ত রেনোওয়ার কথা
গর্ভপাত, রক্তপাত
নির্মোহ নিরবতা।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |