উত্তরণের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী
কমিউনিটি রিপোর্ট ।।
অক্টোবর ১১, ২০১৬ ।।
জাপান প্রবাসীদের গঠিত সাংস্কৃতিক সংগঠন গুলোর মধ্যে এঅন্যতম কটি হচ্ছে "উত্তরণ
বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান"। সংগঠনটি এরই মধ্যে দীর্ঘ ২৮ বছর পাড়ি দিয়ে
২৯তম বছরে পা রেখেছেন তারা। তাদের এই দীর্ঘ পরিক্রমায় প্রবাসীদের ভূমিকা
ছিলো প্রশংসনীয়।
২৮ তম বর্ষপূর্তীকে স্মরণ করে রাখতে উত্তরণ আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক
সন্ধ্যার এবং বের করে দু'টি দৃষ্টিনন্দন ও সংগ্রহে রাখার মতো একটি স্মরণিকা।
গত ২ অক্টোবর জাপানের রাজধানী টোকিওর কিতা সিটি তাকিনোগাওয়া কাইকানে আয়োজিত
২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে
বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং বিশেষ অতিথি ছিলেন এশিয়ান পিপলস
ফ্রেন্ডশিপ সোসাইটির প্রতিষ্ঠাতা কাৎসুও ইয়োশিনারি।
নিয়াজ আহমেদ জুয়েল'র উপস্থাপনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দলনেতা নাজিম
উদ্দিন।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তার বক্তব্যে উত্তরণের সাফল্য কামনা করে বলেন
কুটনৈতিক সম্পর্কের একটি বিশেষ অংশ হিসেবে সাংস্কৃতিক কুটনীতিকে ধরা হয়ে
থাকে। যেটি প্রবাসীরা করে আসছেন। উত্তরণ, স্বরলিপি সহ অন্যান্য সংগঠন গুলোকে
দূতাবাস এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা।
বিশেষ অতিথি কাৎসুও ইয়োশিনারি বলেন এপিএফএস প্রতিষ্ঠার পরের বছরই উত্তরণ
প্রতিষ্ঠিত হয়। এপিএফএস বেশির ভাগ সদস্যই বাংলাদেশী। আমি বাংলাদেশকে
ভালোবাসি।
শুভেচ্ছা বক্তব্যের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাট্যাংশ সহ
শিশুদের নানান পরিবেশনা উপস্থিত দর্শক উপভোগ করেন।
কিছু কিছু ত্রুটি বিচ্যুতি সত্বেও অনুষ্ঠনটি ছিলো উপভোগ্য। এসব ভুল-ক্রুটি
শুধরে তারা আরো দীর্ঘ পথ অতিক্রান্ত করুক এটিই প্রত্যাশা।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |