[প্রথমপাতা] |
প্রবাস প্রজন্মের
বর্ণময় আয়োজন
কমিউনিটি রিপোর্ট ।।
নভেম্বর ২৩, ২০১১ ।।
অনুষ্ঠিত হয়ে গেল দুই
প্রজন্মের মিলন মেলা
খ্যাত প্রবাস প্রজন্ম।
প্রবাস প্রজন্মের
এবারেরটি ছিলো তাদের
চতুর্থ আয়োজন।
প্রতিবছরের মত এবারও
আয়োজনকে ঘিরে প্রবাসী
শিশু-কিশোর ও তাদের
অভিভাবকদের মাঝে ব্যাপক
উৎসাহ উদ্দীপনা এবং এক
ধরনের উত্তেজনা কাজ
করছিলো।
২০শে নভেম্বর কিতা সিটি
আকাবানে কাইকানে আয়োজিত
প্রবাস প্রজন্মের ৪র্থ
আয়োজনে দেশ থেকে
আমন্ত্রিত হয়ে এসেছিলেন
বাংলাদেশের সংগীতজগতের
উজ্জ্বল নক্ষত্র শিল্পি
ফাহমিদা নবী, প্রখ্যাত
সাংবাদিক গোলাম মোর্তোজা
এবং জাপান থেকে বিশেষ
আমন্ত্রিত অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জাপানে এ
সময়ের অত্যন্ত জনপ্রিয়
মডেল, টিভি ব্যক্তিত্ব,
সংগীত শিল্পি, বাংলাদেশি
বংশোদ্ভুত রোলা, বিশেষ
অতিথি ছিলেন বাংলাদেশ
জাতীয় সংসদের মাননীয়
সংসদ সদস্য জনাব আব্দুল
লতিফ।
এবারের প্রবাস
প্রজন্মের সম্মাননা দেয়া
হয় ফাহমিদা নবী এবং
রোলাকে। প্রবাস
প্রজন্মের শিশু কিশোররা
তাদের হাতে সম্মাননা
তুলে দেন। এর আগে
প্রবাস প্রজন্মের ১ম,
২য় ও ৩য় আয়োজনে সম্মাননা
পেয়েছেন ড. জাফর ইকবাল
(২০০৭), ফরিদুর রেজা
সাগর, গোলাম মোর্তোজা
(২০০৮), ফরিদুর রেজা
সাগর, রেজওয়ানা চৌধুরি
বন্য (২০১০)।
সংক্ষিপ্ত শুভেচ্ছা
বক্তব্য শেষে শিশু
কিশোরদের সাংস্কৃতিক
অনুষ্ঠান, বাংলাদেশ
প্রবাসী কল্যান সমিতির
ফ্যাশন শো,
জেটিভি বাংলার সম্মিলন
নৃত্য উপস্থাপন,
উত্তরণের নাটক এবং
কাহাল আর্টগ্রুপের
চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আয়োজনকে স্বার্থক করে
তোলে।
চার ঘন্টাব্যাপী এ
অনুষ্ঠান সাম্প্রতিক
সময়ে যে কোন আয়োজনের
তুলনায় দীর্ঘ আয়োজন।
মডেল রোলা এবং ফাহমিদা
নবীর উপস্থিতি
অনুষ্ঠানের আকর্ষণ
বৃদ্ধি করে। দর্শকরা
ফাহমিদা নবীর পরিবেশিত
সংগীত উপভোগ করেন।
[প্রথমপাতা] |
|