[প্রথমপাতা]

 

 

 

টোকিওতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

   

 

কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ২২, ২০১৪ ।।

জাপানের রাজধানী টোকিওতে যথযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি সাধারণ কর্ম দিবস হওয়া সত্বেও ইকেবুকুরোর নিশিগুচি উদ্যানে অবস্থিত টোকিও শহীদ মিনারে সর্বস্তরের প্রবাসীরা ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার সকালে হিমাঙ্কের কোঠায় থাকা কনকনে ঠান্ডা উপেক্ষা করে বিভিন্ন প্রবাসী সংগঠন ও সাধারণ প্রবাসীরা শহীদ মিনারে আসতে থাকেন।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বাংলাদেশ দূতাবাসের পক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করেন।

এছাড়াও, বাংলাদেশ আওয়ামী লীগ -জাপান শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল -জাপান শাখা, জাতীয় পার্টি -জাপান শাখা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ -জাপান শাখা, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম -জাপান, বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রি ইন জাপান (বিসিসিআইজে), মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি -জাপান, স্বরলিপি, ইকেবুকুরো বন্ধু সমিতি সহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে।

প্রবাসীদের পাশাপাশি কিছু সংখ্যক জাপানি নাগরিককেও শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]