[প্রথমপাতা]

 

 

 

জাপানে বুদ্ধ পূর্ণিমা ২০১৩ উদযাপিত

  

New Page 2

  

 

কমিউনিটি রিপোর্ট ।। মে ১৪, ২০১৩ ।।

গত ৫ মে রোববার জাপান প্রবাসী বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় কর্তৃক আয়োজিত বুদ্ধ পূর্ণিমা ২০১৩ এবং সঙ্ঘ দান অনুষ্ঠান টোকিওর কিতা আকাবানে কুমিনকান সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। তিনটি-পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে বুদ্ধ-পূজা, দ্বিতীয় পর্বে ২০১১ সালের সুনামিতে এবং বাংলাদেশে ঘটে যাওয়া স্মরণকালের মর্মান্তিক ভবন-ধসে নিহতদের স্মরণে সঙ্ঘ-দান অনুষ্ঠিত হয়। বুদ্ধ-পূজা ও সঙ্ঘ-দান পরিচালনা করেন টোকিও হাচিওজি সোজানজি বৌদ্ধ মন্দিরের প্রধান ভিক্ষু ধাম্মিসারাথেরো। সুদূর আমেরিকা থেকে আগত দু'জন বৌদ্ধ ভিক্ষু ও স্থানীয় বৌদ্ধ মন্দিরের একজন ভিক্ষু তাঁর সাথে উপস্থিত ছিলেন। ভিক্ষু-সঙ্ঘের পিণ্ডদানের পর সোজানজির বৌদ্ধ মন্দিরের প্রধান ভিক্ষু ধাম্মিসারাথেরো জাপানী ভাষায় ও আমেরিকা থেকে আগত বৌদ্ধ ভিক্ষু ইংরেজিতে ধর্ম দেশনা, বিশ্বের শান্তি ও মৈত্রী কামনা করেন। প্রথম পর্বের পর অথিতিদের সুস্বাদু বাঙ্গালী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়িত করা হয়।
দ্বিতীয় পর্বে বৌদ্ধধর্ম, বিশ্বশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রতির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অথিতি হিসেবে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সস্ত্রীক উপস্থিত ছিলেন। সূচনাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবু পিন্টু কুমার বড়ুয়া। তিনি দূর-দূরান্ত থেকে আগত অথিতিদেরকে এই অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্যে স্বাগত জানান। এরপর বক্তৃতায় অংশ গ্রহণ করেন রিশোকোসেকাই এর উপদেষ্টা রেভারেন্ড ওনো, জুম্মার প্রতিনিধি বাবু রুপম চাকমা, ইন্টারন্যাশনাল বুড্ডিষ্ট কংগ্রীগেশনের মিনিস্টার রেভারেন্ড সুজুকি,সুরুগাডাই বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ডঃ পল ম্যাককার্থি, জুম্মা নেটের যুগ্ম-সভাপতি টম এস্কিডসেন, বাবু অজিত কুমার বড়ুয়া,ইন্টারন্যাশনাল বুড্ডিষ্ট কংগ্রীগেশন ইয়ুথ গ্রুপের কো-লিডার মিঃ সুগোকোনো, বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সহধর্মিণী ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

সুরুগাডাই বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ডঃ পল ম্যাককার্থি বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেন এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেখে মুগ্ধ হন এবং ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। জুম্মা নেটের যুগ্ম-সভাপতি টম এস্কিডসেন তাঁর সাবলীল বাংলা ভাষায় বুদ্ধের গুণাগুণ ও বৌদ্ধ ধর্মের প্রতি তাঁর গভীর শ্রদ্ধার কথা উল্লেখ করেন। তিনি তাঁর বক্তব্যে সাম্প্রতিক কালের মর্মান্তিক ভবন ধ্বসে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশ্বশান্তি কামনা করেন। বাবু অজিত বড়ুয়া তার বক্তৃতায় বিক্রমপুরে জন্মনেয়া শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করে কীর্তির ইতিহাস বর্ণনা করেন। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তাঁর বক্তব্যে বাংলাদেশে সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনা গুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করে বলেন এগুলো আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ একটি ঐতিহ্যগত ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধরা স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায় কর্তৃক আয়োজিত এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বহির্বিস্বের কাছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরার জন্যে আহবান জানান।
উল্লেখ যে বক্তৃতা পর্বের মাঝখানে কবি মঈনুল ইসলাম মিল্টন সাভারের দুর্ঘটনায় হতাহতদের উদ্দেশ্যে স্বরচিত মর্মস্পর্শী কবিতা “আমি এই গণহত্যার বিচার চাই” আবৃতি করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় দেশ বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, রিসোকোসাকাই-এর ইবারাকি-কেনের প্রধান আকিয়ামা সান প্রমুখ।
অনুষ্ঠানের শেষে প্রকৌশলী তাপস বড়ুয়া সবাইকে শত ব্যস্ততার মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল্যমন্ডিত করার জন্যে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণ রসায়নবিদ দেবাশীষ বড়ুয়া।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]