প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

বাক স্বাধীনতা এবং গনতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল জাপান শাখা বিএনপি

 

 


কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ৫, ২০১৭ ।।

দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জাপান বিএনপি।

টোকিও'র ওজি হোকুতোপিয়া হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শেখ ওয়াজির আহমেদ ।

নুর খান রনির পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন । এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কাজী এনামুল হক , সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন মিঠু ও সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা ।
 


পবিত্র কোরআন তেলয়াত এর মাধ্যমে সভার শুরুতে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে জীবন উৎসর্গকারী এবং আওয়ামী শাসনামলে নিহতদের আত্মার প্রতি সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

দিবসটির তাৎপর্যে বক্তব্য রাখেন , জনাব মাসুদ পারভেজ , আবু সুফিয়ান , কাউসার খান , মোঃ মস্তাফিজুর রহমান জুয়েল , সাদেকুল হায়দার বাবলু , ওমর ফারুক রিপন , মুস্তাফিজুর রহমান জনি , রবিউল আলম সাব্বির , হাইয়ুল ইসলাম , মোঃ আবুল খায়ের , মোঃ আশরাফুল ইসলাম শেলী , জাফরুল হাসান , ফয়সাল সালাউদ্দিন তুষার , নাসিম বিন ফারুকি মনির , জাকির হোসেন মাসুম , মোঃ আলমগির হোসেন মিঠুন , কাজী এনামুল হক , শেখ ওয়াজির আহমেদ , মীর রেজাউল করিম রেজা, মোফাজ্জল হোসেন প্রমুখ ।

সভা চলাকালীন সময়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার পরামর্শে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহেদুর রহমান লন্ডন থেকে এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য জাপান বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন । বক্তব্যে তিনি জাপান বিএনপিকে ভেদাভেদ ভুলে একত্রে কাজ করার আহবান জানান

বক্তারা বলেন , দেশের বর্তমান পরিস্থিতি প্রতিষ্ঠা বার্ষিকী পালনের উপযুক্ত না হলেও আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হচ্ছে । তার কারণ দেশের মানুষের বাক স্বাধীনতা এবং গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপির বিকল্প নেই । তাই , এই অবস্থায় বিএনপি বসে থাকতে পারে না । তারা বলেন, দেশে যখনই ক্রান্তিকাল এসেছে তখনি কান্ডারি হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা , বীর মুক্তিযোদ্ধা , মহান স্বাধীনতার ঘোষক , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর প্রতীক আবির্ভূত হয়েছেন । দেশের কল্যানে নিজ জীবন বাজি রেখে ঝাপিয়ে পড়েছেন । ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ৭৫ এর অরাজকতায় আমরা তাই দেখেছি ।

সামরিক পোষাকে জিয়ার উপর রাষ্ট্র ক্ষমতার ভার পড়লেও তিনি ক্ষমতায় আসার অল্প সময় পরেই ক্ষমতার বেসামরিক করার উদ্যোগ নেন । সামরিক-করন থেকে জনগনের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য জাগো দল নামে একটি রাজনৈতিক দল গঠন করেন । যা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া এই বিএনপিকে ধ্বংস বা ভাঙ্গার চেষ্টা করা হয়েছে । কিন্তু, 'বিএনপিকে ভাঙার কোনো অবকাশ নেই। অনেকবার অনেকে ভাঙার চেষ্টা করেছে। দল থেকে অনেক লোক চলে গেছে। কিন্তু বিএনপি কখনও ভেঙে যায়নি। বিএনপি মূল স্রোতের মধ্যে দিয়ে আরো শক্তিশালী হয়েছে।'

বিরূপ পরিস্থিতিতে রাজনীতির মাঠে টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়ে বিএনপি ভেতরে ভেতরে শক্তিশালী হয়েছে । বিএনপির লড়াই শোষণের বিরুদ্ধে গনতন্ত্রের লড়াই , অত্যাচারীর বিরুদ্ধে ন্যায্য অধিকার আদায়ের লড়াই ।

বিএনপি একটি বৃহত্তম সংগঠন । দলকে ভালোবেসে এখানে যেমন নেতাকর্মীরা আসেন , আবার স্বার্থ আদায়ের জন্য ও কেউ কেউ আসেন । স্বার্থে আঘাত লাগলে এই কেউ কেউরা ষড়যন্ত্র করেন , ভিন্ন দলের সাথে আঁতাত করে দলের ভিতর ভাঙ্গনের হীনচেষ্টায় লিপ্ত হন । তাদের নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই । আমাদের রাজনীতি ভিন্ন দলের সাথে , তাদের সাথে নয় ।

বাংলাদেশে বর্তমানে আরেক ক্রান্তিকাল চলছে । বন্যায় আক্রান্ত হয়ে মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে । মুখ ফুটে কিছু বলতে পারছে না । বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে । অরাজকতার মধ্যে মানুষ জীবন যাপন করতে বাধ্য হচ্ছে । এমতাবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ বড় বেশী মনে করছে । খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বের দিকে মানুষ পথ চেয়ে আছে । তাদের এই চাওয়াকে কাজে লাগাতে হবে।

বন্যার্তদের প্রতি সন্মান জানিয়ে এবং নির্যাতিতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে এ বছর কেক কাটা থেকে বিরত থাকে বিএনপি জাপান। 
 

 


WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]