[প্রথমপাতা]

 

 

 

উৎসবমূখর উৎসবে বাংলাদেশ
 

কমিউনিটি রিপোর্ট ।। অক্টোবর ১১, ২০১০ ।।

উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো উৎসবে বাংলাদেশ। দু'দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনটি বৃষ্টির কারনে ছিল খুবই হতাশাব্যঞ্জক। কিন্তু দ্বিতীয় দিন তার অবস্থার পরিবর্তন ঘটে। এদিন উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিত হন মেলায়। দুর-দুরান্ত হতে মানুষ উপস্থিত হন।
 


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোটদের কিছু পরিবেশনার পর মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী ফেরদৌস আরা। তার পরপর বেশ কয়েকটি পরিবেশনা দর্শকদের মাতিয়ে রাখে। এছাড়া স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেন।


মেলায় অংশ নেয়া ব্যবসায়ীদের মুখে এ দিন ছিল হাসির রেখা। শনিবার প্রথম দিন অনেকেই একটু শংকিত ছিলেন বৃষ্টির অবস্থা নিয়ে। তবে রোববার রোদ ওঠায় সকলের আশংকা দূর হয়। পাশাপাশি কিছু অব্যবস্থাপনা নিয়ে কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে হিন্দি গানের সাথে নাচের বিষয়টি অনেকেই ভালোচোখে দেখেননি। বাংলাদেশের অনুষ্ঠানে হিন্দি সঙ্গীত বাংলাদেশ-জাপান সম্পর্কের সাথে কতটুকু সম্পর্কযুক্ত তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

 

[প্রথমপাতা]