জাপান প্রবাসী রাজেশ বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন
কমিউনিটি রিপোর্ট ।।
মার্চ ৬, ২০১৭ ।।
সদ্য প্রয়াত জাপান প্রবাসী রাজেশ বড়ুয়ার শেষকৃত্য রোববার দুপুরে টোকিওর
গোতানদার কিরিগাওয়া সাইজোতে স্ত্রী, সন্তান, স্ত্রীর পরিবারবর্গ ও জাপান
প্রবাসীদের প্রতিনিধির উপস্থিতিতে যথাযোগ্য ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে
সম্পন্ন হয়।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রয়াত রাজেশ বড়ুয়ার শোকাহত পরিবারের প্রতি
সমবেদনা জানায় হয়।
বাংলাদেশের চট্টগ্রাম থেকে আসা জাপান প্রবাসী প্রয়াত রাজেশ বড়ুয়ার পরিবার
অসুস্থ অবস্থায় ভর্তি করেন। যারা হাসপাতালে দেখতে গিয়েছিলেন ও সমবেদনা
জানিয়েছেন তার পরিবারের পক্ষ থেকে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা
হয়েছে।।
উল্লেখ্য রাজেশ বড়ুয়া ১৯৯৩ সালে জাপানে আসেন, ভাষা শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে
কারিগরি শিক্ষাশেষে NTT তে কর্মরত ছিলেন। গত ১২ ফেব্রূয়ারী সকালে হঠাৎ
অসুস্থ হয়ে পড়লে তাকে বাসার সন্নিকটে টোকিও'র মেগুরু'র কোসেএ চুউও হাসপাতালে
ভর্তি করা হয়। মস্তিস্কে রক্তক্ষরনে অবচেতন অবস্থায় দীর্ঘ ১৭ দিন আইসিইউ'তে
চিকিৎসারত অবস্থায় ১ মার্চ রাত ৯-১০ মিনিটে তিনি পরলেকে চলে যান। তিনি
জাপানি স্ত্রী ও চার মাসের পুত্র সন্তান রেখে গেছেন।
জাপান থেকে প্রকাশিত কমিউনিটি নিউজের সাবেক উপদেষ্টা সম্পাদক ও বাংলাদেশ
সাংবাদিক লেখক ফোরাম জাপানের প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট লেখক সজল বড়ুযা
প্রযাত রাজেশ বড়ুয়ার বড়দাদা।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |