|
বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
কমিউনিটি রিপোর্ট ।।
জানুয়ারি ১২, ২০১৫ ।।
গত ১১ জানুয়ারি রোববার বাংলাদেশ আওয়ামী লীগ, জাপান শাখা টোকিও'র আরাকাওয়া
কু'র মাচিয়া কুমিন সেন্টারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে
বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সহ-সভাপতি সনত কুমার বড়ুয়া
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মঞ্চে আসন গ্রহণ করেন সহ-সভাপতি হারুনুর রশীদ ও জাকির হোসেন জোয়ার্দার।
যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা ওয়াহিদের সঞ্চালনায় সূচনা বক্তব্যে সংগঠনের
দপ্তর সম্পাদক মোঃ মাসুদ আলম।
স্বাধীনতার অব্যাবতি পরে বঙ্গবন্ধু লন্ডন হয়ে ভারত এবং ১০ই জানুয়ারি স্বদেশ
প্রত্যাবর্তনের এবং পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ অগাষ্ট নিহত হওয়া পর্যন্ত
ঘটনাবলীর বিবরণ দেন। পরবর্তীতে ঐ দিনটির স্মৃতিচারণ ও সারা বিশ্বব্যাপী
বাংলাদেশ সরকারের প্রতি সহমর্মিতা, দেশ গঠনে সহায়তা ও আন্তর্জাতিক রাজনীতির
কারণে তাকে হত্যা করার নানান পরিকল্পনা ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ও
সাম্প্রতিক দেশের রাজনীতি নিয়ে বক্তব্য রাখেন হারুনুর রশীদ, জাকির হোসেন
জোয়ার্দার, ডা. খলিলুর রহমান, ড. রফিকুল ইসলাম, মোল্লা ওয়াহিদ, মোঃ শরীফ,
সিদ্দিকুর রহমান প্রমুখ।
অতিথি বক্তা হিসেবে কাজী ইনসানুল হক প্রয়াত বঙ্গবন্ধুর সাথে স্কুলের তার
ছাত্রাবস্থায় তার সাথে সাক্ষাতের স্মৃতিচারণ করেন এবং রাজনীতির বাইরেও তার
ব্যক্তিত্বতে যে একজন অবিসাংবাদিত নেতার প্রতিফলন ছিলো তার উল্লেখ করেন।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|