[প্রথমপাতা]

 

 

 

 

 

গণজাগরণের ছড়াগুচ্ছ

 


-বদরুল বোরহান-

(১)

শাহবাগ চত্বরে সিংহের গর্জ্‌ন,
এইদেশ করেছে তো রাজাকার বর্জন।
শাহবাগ চত্বরে জাগরণ মঞ্চে,
ছুটে এলো জনগণ বাসে আর লঞ্চে।
শাহবাগে জনতার ধনু ভাঙা পণ যে,
পড়ে গেছে সাড়া আজ গ্রামে আর গঞ্জে।

"ফাঁসি চাই, ফাঁসি চাই" একটাই দাবী যে,
কোন লাভ হবে না তো ঝাঁড়-ফুঁক-তাবিজে।
বেজে গেছে রাজাকার বিদায়ের ঘণ্টা,
লিখে রাখ্ ডায়রিতে দিন-ক্ষণ-সনটা।

(২)

শাহবাগ চত্বরে ঘটে গেল ঘটনা,
নয় এটা আজগুবি কোন এক রটনা।
"ফাঁসি চাই ফাঁসি চাই" বুকে পিঠে কবিতা,
ছেলে-বুড়ো সকলেই লুফে নিলো সবি তা।
রাত দিন ঘুমহীন জেগে থাকে সকলে,
চেয়ে দেখ পুরো দেশ তরুনের দখলে।

ফিরবেনা তারা আজ আর কোন আপোষে,
এইদেশ যেন আর রাজাকার না পোষে।
রটে গেছে ঘটনাটা প্রতিদিন খবরে,
সবগুলো রাজাকার পাঠাবেই কবরে।

(৩)

জাগো জাগো জাগো আজ, আর নেই শন্কা,
রাজাকার বিদায়ের বেজে গেছে ডন্কা।
বাঙালির বীরগাঁথা জেনে গেছে বিশ্ব,
আমরা তো গুয়েবারা, ফিদেলের শিষ্য।
তরুণের হাতে আজ আগুনের ফুলকি,
পালাবার পথ আর খুঁজে পাবে কূল কি?

দুই চোখে দাবানল, বুক ভরা অগ্নি,
ঐক্যের শৃঙ্খলে বাঁধা ভাই-ভগ্নি।
জেনে রাখ্ রাজাকার, আর নেই রক্ষা,
সাক্ষী এ কুশিয়ারা নদী শীতলক্ষা।

********************

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ