প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিট

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

৮ম প্রবাস প্রজন্ম'র জমজমাট পরিবেশনা

 

 


কমিউনিটি রিপোর্ট ।। মে ১৭, ২০১৬ ।।

জাপান প্রবাসীদের প্রাণের মেলা টেকিও বৈশাখী মেলার সফল আয়জনের পর প্রবাস প্রজন্মের ৮ম আয়োজনটি ছিলো জাপান প্রবাসীদের জন্যে আরেকটি আনন্দঘন সফল আয়োজন। প্রবাসী শিশু-কিশোরদের মাঝে স্বদেশের চিরায়িত আবহ ধরে রাখতে প্রবাস প্রজন্ম গত সাত বছর ধরে এ আয়োজন করে আসছে।

গত ১লা মে, রোববার, প্রবাস প্রজন্ম, জাপান আয়োজিত প্রবাসী শিশু কিশোরদের এই দিনব্যাপী সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হলো৷

অনুষ্ঠান উপলক্ষ্যে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন দেশ বরেণ্য সংগীত শিল্পী খুরশীদ আলম৷ জাপান জুড়ে সে সময় গোল্ডেন উইকের ছুটির আমেজ৷ না শীত না গরমের এই মধূময় আবহাওয়ায়, রোববার বিকেলে, প্রবাসীরা তাদের সন্তানদের নিয়ে সমবেত হন তাকিনাগাওয়া কাইকানের হলে৷ শিশু কিশোরদের সাথে বড়দের বর্ণময় আয়োজন, অদ্ভুত সুন্দর নামকরণ করা হয়েছে 'দুইপ্র জন্মের মিলন মেলা' ৷

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

ছোটদের বিভিন্ন পর্বের পর শিল্পী খুরশীদ আলম পর পর বেশ কয়েকটি গান গেয়ে শোনান দর্শক-শ্রোতাদেরকে।

এবারের আয়োজনে মঞ্চ পরিকল্পনায় ছিলেন- কামরুল হাসান লিপু ও সলিমুল্লাহ কাজল।

উপস্থাপনায় ছিলেন নিয়াজ আহমেদ জুয়েল ও সংগিতা রাজবংশী দাস। সার্বিক ব্যবস্থাপনা রাহমান মনি।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]