[প্রথমপাতা]
|
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করলো বাংলাদেশ আওয়ামী লীগ,
জাপান শাখা
New Page 2
কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ১৩, ২০১৪ ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে
১২
জানুয়ারি রোববার টোকিওর হিগাশি তাবাতা চিইকি শিনকোশিৎসু হলে বাংলাদেশ
আওয়ামী লীগ, জাপান শাখা এক অনুষ্ঠানের আয়োজন করে।
দলের সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন সংগঠনের সভাপতি ছালেহ মোঃ আরিফ। এ ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন দলের
সাবেক সভাপতি কাজী মাহফুজুল হক লাল।
অনুষ্ঠানের শুরুতেই সৈয়দা জোহরা তাজউদ্দিন, সাবেক প্রধান বিচারপতি ও
তত্বাবধায়ক সরকার প্রধান হাবিবুর রহমান, বাংলাদেশে সাম্প্রতিক দিনগুলোতে
সহিংসতায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর শুরু হয় আলোচনা পর্ব। বক্তারা এ পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা
সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদানের কথা আলোকপাত করেন। তারা ১০ই
জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার ঘটনাটিকে ঐতিহাসিক একটি ঘটনা হিসেবে
উল্লেখ করে বলেন, তিনি দেশে ফিরে আসতে না পারলে দেশের ইতিহাস অন্য ভাবে
রচিত হতো। মুক্তিযোদ্ধা অজিত বড়ুয়া যুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, যুদ্ধের
সময় তাদেরকে বলাই হয়নি যে বঙ্গবন্ধুকে পাকিস্তানে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের মনোবল চাঙ্গা রাখার জন্যে সে সময় বলা হতো তিনি ভারতে রয়েছেন। বাস্তব
ঘটনা তারা যুদ্ধের শেষের দিকে এসে জানতে পারেন। ততদিনে মুক্তিযুদ্ধ
সুসংগঠিত হয়ে গেছে।
আলোচনা পর্বে অংশ নেন যথাক্রমে- মাসুদুর রহমান, অজিত বড়ুয়া, জেড এম
আবুসিনা, গোলাম মাসুম জিকো, কমল বড়ুয়া, সিদ্দিকুর রহমান ভূঁইয়া, জুয়েল
আহসান কামরুল, মুক্তা চৌধুরি, রফিকুল ইসলাম, আলী, মোতালেব শাহ প্রিন্স,
বাদল চাকলাদার, বিমান পাল, সোহেল, হারুন অর রশিদ, সুখেন ব্রম্ম, মোল্লা
ওয়াহিদুর রহমান, সনথ বড়ুয়া ও কাজী মাহফুজুল হক লাল।
সবশেষে সংগঠনের সভাপতি ছালেহ মোঃ আরিফ অনুষ্ঠানে আসার জন্যে সকলকে ধন্যবাদ
জানিয়ে সভার সমাপ্তি টানেন।
দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আগত অতিথিদেরকে সুস্বাদু নৈশভোজে আপ্যায়িত করা হয়।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|