[প্রথমপাতা]

 

 

 

নাগাসাকিতে ১৪২০ বর্ষবরণ

 

New Page 2

  

 

রাফায়েল মুরসালীন ।। এপ্রিল ২২, ২০১৩ ।।

“তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক”… বাঙালি স্বত্বার সাথে মিশে আছে যে গান তার নতুন করে পরিচয় দেবার কোন প্রয়োজন নেই। এটি সার্বজনীন বাঙালি স্বকীয় স্বত্বার পরিচায়ক। বিদেশের মাটিতেও তার ব্যতিক্রম হয়নি। জাপানের নাগাসাকিতে বসবাসরত একদল বাঙালির অদম্য ইচ্ছায় জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হল বর্ষবরণ উৎসব ১৪২০। কোন স্পন্সর ছিলনা, ছিলনা কোন নামী-দামী শিল্পী অথবা ক্যাটারিং সার্ভিস। কিন্তু তাই বলে কি বাঙালির শেকড় এর টান অগ্রাহ্য করা যায়? আয়োজনকারী প্রতিষ্ঠানটির নাম “লাল সবুজের বাংলা” যেটি নাগাসাকিতে বসবাসরত সকল বাঙালির একমাত্র প্রতিষ্ঠান।
অনুষ্ঠানটি বেলা ২টা থেকে শুরু হয়। পাশে বাজতে থাকা চিরাচরিত বাংলা গান গুলো যেন পুরো আবহটাকেই বাংলার ছোঁয়াতে পরিণত করেছিল। প্রথমেই “এসো হে বৈশাখ” গানটি পরিবেশন করেন সকল বাঙালি সমবেত কণ্ঠে। আবেগের আতিশয্য সূরের কমতি কে পূরণ করে দিয়েছিল। এরপর ডাঃ রাফায়েল মুরসালীন এবং সহকারী অধ্যাপক তানভীর রহমান নিশি বাংলা ব্যান্ড সংগীত পরিবেশন করে জাপানী সহ সকল দর্শকদের মাতিয়ে তোলেন। এরপর ডাঃ শিরি ফারহানা নিলয় পরিবেশন করেন বাংলা নববর্ষের উপর ভিডিও চিত্র। এরপর পরিবেশিত হয় জাপানীদের শাড়ী পরা উৎসব। এরপর ছিল ঐতিহ্যবাহী বাংলা খাবার এর পসরা। তারপর ডঃ আরিফা নাজনিনপরিচয় করিয়ে দেন বাংলাদেশের প্রতি অবদান রাখা জাপানীদের। এরপর আকর্ষণীয় লাকী ড্র পরিচালনা করেন ইসলাম মোঃ আরিফুল রানা। এরপর পরিবেশিত হয় তেরো তারের জাপানী বাদ্যযন্ত্র “কোতো”, যেখানে ছয় বাদকের সুনিয়ন্ত্রিত বাজনায় পরিবেশ মুখরিত হয়ে ওঠে। এরপর তুরস্কের সংগীত পরিবেশন করেন ইয়র্কমেন সিমসেক। সবশেষে আফ্রিকার ড্রাম পরিবেশন করেন ইচিনোসে সান, যেখানে উন্মুক্ত ছিল সকল দর্শকের অংশগ্রহণ। এভাবেই ড্রাম এর বাদ্যে দর্শকের তালি, হাসি আর আনন্দে শেষ হয় বাংলা বর্ষবরণ উৎসব ১৪২০।
অনুষ্ঠানে জাপানীরা ছাড়াও উপস্থিত ছিলেন বেলারুশ, কঙ্গো, কসোভো, চীন, তুরস্ক ও ভিয়েতনাম এর অতিথিরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জান্নাতুল ফেরদৌস শম্পা, সহকারী অধ্যাপক আব্দুল হাসিব, ফারহানা মোসাদ্দেক লিসা, আব্দুল্লাহ আলমামুন রাজিব, মোঃমুন্তাসির ফারহান, কিয়উকোতাগুচি এবং মিস ইমোতো।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]