অমর একুশের ভাষা শহীদদের প্রতি ওয়ারাবী ওয়েলফেয়ার এসোসিয়েশনের শ্রদ্ধা
নিবেদন
ফেব্রুয়ারি ২২, ২০১৬ ।।
ওয়ারাবী ওয়েলফেয়ার এসোসিয়েশন মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে '৫২র বীর
শহীদদের প্রতি এক বিবৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। সংগঠনের সভাপতি মোঃ
মিজানুর রহমান-মিজান ও সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান-লিটন সাক্ষরিত
এক বিবৃতিতে বলা হয়-
"পাকিস্তানের শাসকগোষ্ঠি সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলাকে
অবমুল্যায়ন করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয়ার প্রতিবাদে
ছাত্র-শিক্ষক, শ্রমিক-কর্মচারীসহ সর্বস্তরের জনতা রাজপথে বিক্ষোভে ফেটে
পড়েন । বিক্ষুব্ধ জনতার মিছিলে পাকিস্তানী শাসকগোষ্ঠি নির্বিচারে গুলি
চালিয়ে সালাম রফিক জব্বার বরকতসহ নাম না জানা আরো অনেকের বুকের রক্তে রাজপথ
রঞ্জিত করে । এতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পাড়া-মহল্লাসহ গ্রাম-গ্রামান্তরে, ফলে
পাক শাসকগোষ্ঠি বাংলাকে তৎকালিন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি
দিতে বাধ্য হয় । সারা বিশ্বে একমাত্র বাঙ্গালীরাই তাদের মায়ের
ভাষা-মাতৃভাষার সন্মান রক্ষার জন্য আত্মহুতি দিতে হয়েছিলো, তাই আজ বাংলা
ভাষা অর্জন করেছে আন্তর্জাতিক মাতৃভাষার সন্মান ।
একুশের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে একুশের শহীদদের স্মরন করছি এবং
তাঁদের আত্মার শান্তি কামনা করছি । তাছাড়া রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষা
চালুর বিষয়ে সরকারের সর্বাত্মক উদ্যোগের জোড় দাবী রাখছি।"
সংবাদ বিজ্ঞপ্তি।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |