[প্রথমপাতা]

 

 

 

 

 

 

 

টোকিওতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির ইফতার মাহফিল

 

New Page 2

   

 

কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ১৫, ২০১৩ ।।

রোববার ১৪ জুলাই সন্ধ্যায় টোকিওর ইতাবাশি বুনকা কাইকানে অনুষ্ঠিত হয়েছে জাপানের রাজধানীতে বাংলাদেশিদের এ বছরের প্রথম ইফতার মাহফিল। মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটির উদ্যোগে আয়োজিত জাপানে বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এই ইফতার মাহফিলে টোকিও ও তার আশেপাশের এলাকা থেকে কয়েকশ' প্রবাসী যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

ইফতারির আগে সংক্ষিপ্ত বয়ান ও মোনাজাত পরিচালনা করেন চিবা মসজিদের ইমাম মোহাম্মাদ সালাম।

এরপর মুন্সীগঞ্জ-বিক্রমপুরের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের ইফতারি ও পরে নৈশভোজে অতিথিদেরকে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব পালন করেন জুয়েল আহসান কামরুল।

ইফতার মাহফিলে সাধারণ প্রবাসীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এদিন শেষ বিকেলের আকস্মিক বৃষ্টিও প্রবাসীদের উৎসাহকে দমাতে পারেনি।


 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]