প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানে জাতীয় শোক দিবস পালিত

 


মোঃ শওকত হোসেন ।। অগাষ্ট ১৮, ২০১৪ ।।

১৫ই অগাষ্ট ছিলো জাতীয় শোক দিবস। দিনটি বাঙালী জাতির জন্যে একটি শোকাবহ দিন। দিনটিতে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ অনেককেই নির্মম ভাবে হত্যা করা হয়। দিনটি ছিলো সরকারি ছুটির দিন।

টোকিওতে বাংলাদেশ দূতাবাস শোক দিবস উপলক্ষ্যে শুক্রবার বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সহ দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন গত এপ্রিলে প্রধানমন্ত্রীর সাথে কথাপোকথনের বর্ণনা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমার আর হারাবার কিছুই নেই। যা হারাবার তা আমি হারিয়েছি। আমার আর মৃত্যুর ভয় নেই। এখন দেশ ও জাতির জন্যে আমার পিতার সপ্ন বাস্তবায়ন করাই আমার প্রধান কাজ।

আলোচনায় মাসুদ বিন মোমেন জানান, প্রধানমন্ত্রীর সাথে আমি যতক্ষণই ছিলাম ততক্ষণই যেন তিনি স্বজন হারানোর বেদনায় বিচলিত হয়ে যেতেন।

আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সরাসরি জাপানে চালু করা যায় কিনা সে ব্যাপারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিমান চলাচল সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আগামী সেপ্টেম্বরে জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় আলোচনায় আসবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রখেন।

পরে অনুষ্ঠানে একটি ১৯৭১র প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে ১৫ অগাষ্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া পাঠ করা হয়।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]