মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি, জাপান'র ইফতার মাহফিল
কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ২৩, ২০১৪ ।।
গত ২১ জুলাই সোমবার সাইতামা প্রিফেকচারের তাকানো বুনকা সেন্টারে অনুষ্ঠিত
হয়েছে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান'র ইফতার মাহফিল। টানা তিনদিন
সরকারি ছুটির শেষ দিনে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
দূতাবাসের কর্মকর্তারা সহ বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে
মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসীর এই ইফতার মাহফিলটি ছিলো প্রবাসী বাংলাদেশিদের
আয়োজিত অন্যতম বৃহৎ সমাবেশ।
হলটির দূরত্ব স্টেশন থেকে অনেক দূরে, যাতায়াতের নানান প্রতিকূলতা থাকা
সত্বেও প্রবাসীরা অনেক পরিচিত মুখের দেখা পাওয়ার প্রত্যাশাতেও সকলে ছুটে
যান তাদের ইফতার মাহফিলে। সাথে ছিলো মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটির প্রতিটি
সদস্যের আন্তরিক আতিথেয়তা।
গাজায় নিরিহ মানুষের উপর বর্বরোচিত গণহত্যার নিন্দা করে বক্তব্য রাখেন
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া
প্রার্থণা করা হয়।
মাগরিবের নামাজের পর প্রবাসীদেরকে মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসীর হরেক রকম
সুস্বাদু খাবারে সমৃদ্ধ নৈশভোজে আপ্যায়িত করা হয়।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |