প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

সদ্য প্রয়াত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরি ও চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরির স্মরণে জাপান কমিউনিটি আয়োজিত শোকসভা

 

 

 


কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১১, ২০১৪ ।।

গত ৬ নভেম্বর শনিবার সন্দ্যায় সদ্য প্রয়াত চিত্রশীল্পি কাইয়ূম চৌধুরির স্মরণে শোকসভার আয়োজন করে জাপান কমিউনিটি। তাকিনোগাওয়া বুনকা কাইকানে আয়োজিত শোকসভায় প্রবাস কমিউনিটির অনেকেই উপস্থিত হয়ে দেশ বরেণ্য এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান।

জাপান বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনও এ সময় সেখানে উপস্থিত হন এবং সংগে করে কাইয়ুম চৌধুরির আঁকা একটি পোস্টার নিয়ে আসেন। যেটি কিছুদিন আগে জাপান সফররত কাউয়ূম চৌধুরি বাংলাদেশ দূতাবাসকে উপহার হিসেবে দিয়েছিলেন। কাউয়ূম চৌধুরির পাশাপাশি এই শোকসভায় সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেঅদ চৌধুরির স্মরণেও শোক জানানো হয়।

শুরুতেই দু'জনের বিদেহী আত্মার স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে কাইয়ুম চৌধুরির জীবন ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর উপস্থিত দর্শকদের সামনে তার মৃত্যুর প্রহরটি দেখানো হলে দর্শকদের অনেকেই চোখের পানি সম্বরন করতে পারেননি।

কাইয়ুম চৌধুরি স্মরণে আলোচনায় অংশ নেন- যথাক্রমে ছালেহ মোঃ আরিফ, সলিমুল্লাহ কাজল, আলমগীর হোসেন মিঠু, কাজী ইনসানুল হক, এম এ এম শাহীন, মোতালেব শাহ আইয়ূব, রাহমান মনি, মীর রেজাউল করিম রেজা, খন্দকার আনিসুর রহমান, হুসাইন মুনির, মোঃ নাজিম উদ্দিন, কমল বড়ুয়া, খন্দকার আসলাম হীরা, এবং রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

কারিগরী সহযোগীতায় গোলাম মাসুম, সঞ্চালনার দায়িত্বে ছিলেন কামরুল হাসান লিপু।

 


সদ্য প্রয়াত কাইয়ুম চৌধুর স্মরণে শোক সভার আয়োজন করলো প্রথম আলো বন্ধু সভা জাপান
 


কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১১, ২০১৪ ।।

গত ৭ ডিসেম্বর ২০১৪ রোববার তাকিনোগাওয়া বুনকা কাইকানে সদ্য প্রতিষ্ঠিত প্রথম আলো বন্ধ সভায় চিত্র শিল্পি কাইয়ুম চৌধুরির রুহের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

উল্লেখ্য প্রথম আলোর সূচনা লগ্ন থেকেই কাইয়ুম চৌধুরির সাথে সম্পর্ক ছিলো। তিনি প্রথম আলোর উপদেষ্টা। প্রথম আলোর লোগো থেকে প্রথম আলোর সকল নক্সা ও অংকনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। প্রথমা প্রকাশনীর অসংখ্য প্রচ্ছদ তার সৃষ্টি।

শুরুতেই এ বছর জাপানে আয়োজিত কাইয়ুম চৌধুরির বেশ কিছু ছবি দিয়ে একটি স্লাইড শো প্রদর্শিত হয়।

আলোচনা পর্বে- সলিমুল্লাহ কাজল, মইনুল শাওন, জাকিউল ইসলাম, আব্দুল ওয়াদুদ, হিরোকো কোবায়োশি, প্রথম আলো বন্ধু সভার মোতালেব শাহ ও প্রথম আলোর জাপান প্রতিনিধি মনজুরুল হক কাইয়ুম চৌধুরিকে নিয়ে স্মৃতিচারণ করে নানা আলোচনা করেন।

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]