প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

 

জাপান বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বিজয় দিবস উদযাপন

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ২৬, ২০১৬ ।।

গত শনিবার ২৪ ডিসেম্বর জাপান বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, জাপান, বিজয়ের ৪৫ তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কানাগাওয়া'র রাণী রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও বছর পরিসমাপ্তি ভোজসভা'র আয়োজন করে।


সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে কানাগাওয়া, টোকিও, চিবা সহ বিভিন্ন স্থান থেকে অসংখ্য প্রবাসী স্বপরিবারে অংশ গ্রহণ করেন।
 

 

অনুষ্ঠানের শুরুতে কাজী আরিফ আহমেদ পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন। এরপর প্রবাসীরা সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। উপস্থিত জাপানিরাও জাপানি জাতীয় সঙ্গীত গেয়ে শোনান।
 


 

সংক্ষিপ্ত আলোচনা পর্বে অংশ নেন যথাক্রমে ইলিয়াস মুন্সী, মোবারক হোসেন হৃদয়, মামুনুর রশীদ এবং সংগঠনের সভাপতি এনামুল হক বাবু।

বক্তব্য পর্বের পর সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

সবার শেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এ পর্বটি উপস্থিত প্রবাসীরা বেশ উপভোগ করেন।
 


বাইরের ৪ ডিগ্রি সেন্টিগ্রেড কনকনে ঠান্ডার মধ্যেও অনুষ্ঠানে শিশু ও মহিলাদের উপস্থিতি ছিলো ছোখে পড়ার মতো। প্রচুর মানুষ প্রায় মধ্যরাত পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাউসার হোসেন লাজু। 
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 
 

[প্রথমপাতা]