[প্রথমপাতা] |
ডঃ ইউনুসের সাথে প্রবাসীদের মত
বিনিময়
|
|
জুলাই ২০, ২০১১ ।।
গত ১৮ই জুলাই সোমবার টোকিওর আকাবানে কাইকানে নোবেল বিজয়ী প্রফেসর ডঃ
ইউনুসের প্রবাসীরা এক মত বিনিময় সভায় মিলিত হন। টানা তিনদিন ছুটির শেষ দিন,
প্রচান্ড গরমের দাবদাহ উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী ও অন্যান্য
বিভিন্ন দেশের নাগরিকগন অংশগ্রহন করেন এই মত বিনিময় সভায়।
ডঃ ইউনুস ফুকুওকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে বর্তমানে জাপান সফর করলেও
(১৮-২৪ জুলাই) টোকিওতে তিনি অত্যান্ত ব্যাস্ত সময় অতিবাহিত করছেন।
ব্যস্ততার মাঝেও তিনি সময় দেন প্রবাসীদের।
ডঃ ইউনুস হলে প্রবেশ করা মাত্র প্রবাসীরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।
প্রবাস প্রজন্মের পক্ষ থেকে ছোট ছোট শিশুরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে
নেয়। বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে তাকে বরণ করেন আয়োজকদের প্রধান বিশিষ্ট
ব্যবসায়ী এম ডি এস ইসলাম নান্নু। ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন
বিপ্লব মল্লিক। ওয়ারাবি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকেও তাকে ফুলের
মালা দিয়ে বরণ করে নেয়া হয়।
নিয়াজ আহমেদ জুয়েল, রাহমান মাহিনুর আইকো, তাকাহাসি মারিকো এবং ডঃ আহমেদ
আশির প্যানেল পরিচালনায় মতবিনিময় সভাটি বাংলা, ইংরেজি এবং জাপানি ভাষায়
প্রয়োজনে তাত্ক্ষনিক ভাবে ভাষান্তর করা হয়। সকল ভাষাভাষীর সুবিধার্থে ডঃ
ইউনুস ইংরেজিতে তার বক্তব্য রাখেন। উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে তিনি প্রায়
৩০ মিনিট স্থায়ী বক্তব্যে তাদের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। প্রবাসী এবং জাপানিদের বিভিন্ন প্রশ্নের
জবাব দেন ডঃ ইউনুস। বেশির ভাগ প্রশ্নই ছিলো সামাজিক ব্যবসা সংক্রান্ত।
প্রায় এক ঘন্টা প্রশ্নোত্তর পর্ব শেষে প্রবাসীদের প্রত্যাশা মত সকলের সাথে
ছবি তোলেন।
অনুষ্ঠান শুরুর প্রাক্কালে ডঃ ইউনুসের উপর একটি ডকুমেন্টারি বড় পর্দায়
প্রদর্শিত হয়। মত বিনিময় অনুষ্ঠান শেষে বাংলাদেশি মালিকানাধীন রেষ্টুরেন্ট
পদ্মাতে ডঃ ইউনুসের সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করা হয়। আয়োজনটি এন কে
ইন্টারন্যাশনাল, রিও ইন্টারন্যাশনাল, শাপলা ইন্টারন্যাশনাল, পদ্মা ট্রেডিং,
হাট কোং লিমিটেড এবং রাকুসাই লিংক এর সৌজন্য আয়োজন করা হয়।
ছড়াকার বদরুল বোরহান এবং রাহমান মনি তাকে নিয়ে ছড়া এবং কবিতা তার হাতে তুলে
দেন। প্রেসবিজ্ঞপ্তি।
[প্রথমপাতা] |
|