প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপান সফররত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিনকে সম্বর্ধনা দিলো জাপান শাখা আওয়ামী লীগ

 

 

কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ১, ২০১৪ ।।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ নূহ-উল-আলম লেনিন আওয়ামী লীগ, জাপান শাখার আমন্ত্রনে বর্তমানে জাপান সফর করছেন। গত ১০ অগাষ্ট জাপান শাখা আওয়ামী লীগ দলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. বদিউজ্জামান ভূঁইয়া'র উপস্থিতিতে ৭১ সদস্য বিশিষ্ট জাপান শাখা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটির সভাপতি ছালেহ মোঃ আরিফ ও সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরা সহ সাংবাদিক সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির সকলের নাম ঘোষণা করেন। এবং ২৪শে অগাষ্ট ২০১৪ জাতীয় শোক দিবস এবং ২১ শে অগাষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যকে আমন্ত্রন করে অনুষ্ঠান পালনের ঘোষণা দেন। সেই প্রেক্ষিতে জনাব নূহ আলম লেনিন জাপানে আসার প্রস্তুতি নেন। কিন্তু রাজনৈতিক ব্যস্ততায় ও নানান প্রতিকূলতায় সেদিন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে অনুষ্ঠান চলাকালীন টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে উপস্থিত না থাকার জন্যে দুঃখ প্রকাশ করেন এবং বলেন দেরি হলেও আমি আপনাদের কাছে আসার আগ্রহ প্রকাশ করছি।

সেই প্রেক্ষিতেই তিনি জাপান সফরে এসেছেন। গত রোববার কিতা মাৎসুদো'র "বাবু"তে জাপান শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে জাপানে স্বাগত জানানো হয় এবং বিশেষ সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। ছালেহ মোঃ আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরার সঞ্চালনায় জাপান শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও মিডিয়া ও কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

উপস্থিত সবার পরিচয় পর্বের পর জনাব লেনিন  মঞ্চে উঠে এক সুদীর্ঘ বক্তব্য দেন। প্রথমেই তিনি জাপান এবং বালাদেশের ঐতিহ্যগত মিল এবং দীর্ঘ দিনের রাজনৈতিক এবং সাংস্কৃতিক সেতু বন্ধনের উপমা উল্লেখ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক হাজার হাজার বছরের, দু' দেশের রয়েছে ঐতিহ্যগত মিল। নেতাজী সুভাষ চন্দ্র বোস ও বঙ্গবন্ধু দু'জনেই একই ধাঁচের মানুষ, দেশের স্বাধীনতার জন্যে তারা লড়াই করেছেন। নেতাজী'কে বঙ্গবন্ধু অনেক শ্রদ্ধাও করতেন। জাতীয় শোক দিবস, ২১ অগাষ্ট গ্রেনেড দিবস, বর্তমান রাজনীতি ও ২০২১ সালে বাংলাদেশ -ইত্যাদি বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। সুবচন, তথ্য সমৃদ্ধ এবং তাত্বিক ব্যাখ্যা নিয়ে বিরতিহীন ভাবে প্রায় দেড় ঘন্টা বক্ত দিয়ে তিনি উপস্থিত দর্শকদের চমৎকৃত করেন। তার সুন্দর বক্তব্য অনেক দিন জাপান প্রবাসীদের মনে থাকবে।

জনাব লেনিল বলেন বিএনপি সহ বিরোধীদল গুলো দেশের স্থিতিশীলতা নষ্টের অপতৎপরতা চালাচ্ছে। তিনি বিরোধী দল গুলোর বিভিন্ন কর্মসূচীর সমালোচনা করেন।

প্রবাসীদেরকে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আপনাদের প্রবাসীর কাছে আমাদের আত্মার ঋণ অনেক দূর প্রসারিত। জাপান সহ বহির্বিশ্বে সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলেন নিজেদের মধ্যে কোন্দল নয় সবাই সুন্দর ভাবে দেশকে কোনো ভাবে ছোট না করে সেদেশের আইন-শৃঙ্খলা মেনে আপনারা এতো দিন যেমন সারা পৃথিবীর কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এ রকম যেন আপনারা জাপানেও করতে পারেন। আপনাদের জন্যে আমাদের সেই শুভেচ্ছা থাকলো।

তিনি আরো কয়েকদিন জাপানেই অবস্থান করবেন এবং জাপানের বেশ কিছু দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। উল্লেখ্য, জনাব লেনিনের এটিই প্রথম জাপান সফর।

 

বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য নূহ-আলম-লেনিন বাংলাদেশের সমকালীন রাজনীতি, জাপানে দেশীয় রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে তার মতামত নিয়ে খোলাখুলি আলাপ করেন জাপান প্রবাসী সাংবাদিক কাজী ইনসানুল হকের সাথে। কমিউনিটি নিউজ'র পাঠকদের জন্যে সেটি প্রকাশিত হবে আগামী যে কোনো দিনে-

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]