[প্রথমপাতা]
|
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওমরন হেলথকেয়ার জাপান ও বাংলাদেশের
প্রতিনিধির সাক্ষাত
ছবিতে বা দিক থেকে স্বাস্থ্য সচিব জনাব এম এম নিয়াজউদ্দিন, ব্যবস্থাপনা
পরিচালক ওমরন সিঙ্গাপুর মিঃ মিনোরু ইউসিমুরা, পরিচালক ওমরন বাংলাদেশ জনাব
এম মোসাদ্দেক হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার ওমরন মিঃ তরু ওজেকি,
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওমরন মিঃ কেনজি গাওয়া, প্রেসিডেন্ট এন্ড চিফ
এক্সিকিউটিভ অফিসার ওমরন মিঃ কিচিরো মিয়াতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা, পরিচালক ওমরন বাংলাদেশ জনাব কাজী মাহফুজুল হক, স্বাস্থ্য মন্ত্রী
জনাব মোহাম্মদ নাসিম এমপি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালিক এমপি,
প্রোজেক্ট ডাইরেক্টর কমিউনিটি ক্লিনিক ডাঃ মাখদুমা নার্গিস এবং মহাপরিচালক
স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক দীন মোঃ নুরুল হক।
মে ৬, ২০১৪ ।।
গত ২৩শে এপ্রিল ২০১৪, বুধবার কমিউনিটি ক্লিনিক দিবস উপলক্ষে ওমরন হেলথকেয়ার
জাপান ও বাংলাদেশ এর এক প্রতিনিধি দল গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সঙ্গে সাক্ষাত করেন এবং প্রধানমন্ত্রীর নিকট দুই হাজার ব্লাড
প্রেসার মেশিন, এক হাজার ব্লাড গ্লুকোজ মনিটর ও ষ্ট্রিপ হস্তান্তর করেন।
এ উপলক্ষ্যে গণভবনে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম
এমপি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালিক এমপি, স্বাস্থ্য সচিব জনাব
এম এম নিয়াজউদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওমরন মিঃ কেনজি গাওয়া,
প্রেসিডেন্ট এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার ওমরন মিঃ কিচিরো মিয়াতা, পরিচালক
ওমরন বাংলাদেশ জনাব কাজী মাহফুজুল হক, ব্যবস্থাপনা পরিচালক ওমরন সিঙ্গাপুর
মিঃ মিনোরু ইউসিমুরা, পরিচালক ওমরন বাংলাদেশ জনাব এম মোসাদ্দেক হোসেন,
সিনিয়র জেনারেল ম্যানেজার ওমরন মিঃ তরু ওজেকি, প্রোজেক্ট ডাইরেক্টর
কমিউনিটি ক্লিনিক ডাঃ মাখদুমা নার্গিস এবং মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর
অধ্যাপক দীন মোঃ নুরুল হক।
প্রসঙ্গত, ওমরন বিশ্বের অন্যতম ডিজিটাল ব্লাড প্রেসার মনিটর, নেবুলাইজার
এবং ব্লাড গ্লুকোজ মনিটর প্রস্তুতকারক কোম্পানী। সন্ধ্যায় রাজধানীর হোটেল
রুপসী বাংলায় ওমরন হেলথকেয়ার বাংলাদেশ তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
ওমরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিঃ জন টান আগত অতিথিবৃন্দকে স্বাগত
জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|