|
কমিউনিটি
রিপোর্ট ।।
বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সদ্য প্রয়াত সাধারণ সম্পাদন
খন্দকার আসলাম হীরার মরদেহ আজ ভোর ৬টায় টার্কিশ এয়ারলাইন্সে
বাংলাদেশ পৌঁছানোর কথা। বৃহস্পতিবার তার মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে
পাঠানো হয়।
দেশে পৌঁছানোর পর সকালে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে তার নামাযে
জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তার পিতা-মাতার পাশে
তাকে সমাহিত করা হবে।
উল্লেখ্য খন্দকার আসলাম হীরা সোমবার ভোরে ক্যান্সারে আক্রান্ত হয়ে
ইন্তেকাল করেন। সোমবার রাতে সাইতামা'র মিসাতো জামে মসজিদে তার
প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। |
প্রবাসীদের
প্রিয়মুখ আসলাম হীরার জানাজায় নারী-পুরুষ নির্বিশেষে শত শত মানুষ
বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত হয়েছিলেন। সর্বদা স্পষ্টভাষী জনাব
হীরার শোকে ব্যাথাতুর প্রবাসীরা অঝোর ধারায় কাঁদতে থাকলে এক
হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় তার জাপানি স্ত্রী তোমোকো
খন্দকার বিহ্বল হয়ে পড়েন।
কিছুদিন আগেই জাপানের চিকিৎসকরা জানিয়েছিলেন তার ক্যান্সার আর
নিয়ন্ত্রণের মধ্যে নেই। তারা তাকে দু'মাস সময় বেঁধে দিয়েছিলেন। |