প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানের গ্যালারীতে জাপান-বাংলাদেশ যৌথ শিল্প প্রদর্শনী শুরু

 

 

কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ১৬, ২০১৮ ।।

জাপান – বাংলাদেশ কালচারাল সোসাইটি এবং গ্যালারী মৃত্তিকা বাংলাদেশ এর যৌথ আয়োজনে প্রথমবারের মতোজাপানের আর্ট গ্যালারিতে শুরু হয়েছে জাপান – বাংলাদেশ যৌথ শিল্প প্রদর্শনী ২০১৮'।

টোকিওর তোশিমা সিটি ইকেবুকুরো অরেঞ্জ গ্যালারিতে "১ম পুল" নামে জাপান-বাংলাদেশ শিল্প প্রদর্শনী চারদিনব্যাপি প্রদর্শনী টি ১৪ এপ্রিল শুরু হয়ে আগামী ১৭ এপ্রিল তা শেষ হবে। প্রদর্শনী টি মূলত চিত্র কলা এবং ফটোগ্রাফি প্রতিযোগিতার চূড়ান্ত রূপ , যার শুরু তা হয়েছিল বাংলাদেশ থেকে ।

শিল্প প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছেন ওয়াকিলুর রহমান , সুমনা আকতার , দিনার সুলতানা এবং শুভ সাহা ।

এদের মধ্যে দিনার সুলতানা চিত্রকলায় এবং শুভ সাহা ফটোগ্রাফিতে ১ম পুল শিল্প প্রতিযোগিতায় এওয়ার্ড প্রাপ্ত শিল্পী । প্রদর্শনীতে তাদের একাধীক শিল্প কর্ম প্রদর্শনীতে ।

দীর্ঘ যাচাই বাছাই শেষে ৬ জন শিল্পীর শিল্প কর্ম সম্বলিত একটি স্যুভেনিয়র বের করা হয় মুহাম্মদ সোলায়মান হোসেন এর সম্পাদনায় ।

প্রথমবারের মতো আয়োজনে ৩৫ এর নিচে যাদের বয়স তারা ই কেবল অংশ গ্রহনের সুযোগ পেয়েছেন । অর্থাৎ যুব শিল্পীদের প্রাধান্য দেওয়া হয়েছে ।

এ উপলক্ষে এক উদ্ভোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত রাবাব ফাতিমার পক্ষে প্রথম সচিব এবং দুতালয় প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেন বাংলাদেশ দুতাবাসের প্রতিনিধিত্ব করেন । উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বাংলাদেশ থেকে আমন্ত্রিত , প্রধান অতিথি ওয়াকিলুর রহমান এর সাথে যৌথভাবে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্ভোধন করেন ।

এক পশলা বৃষ্টি ভেজা বিকেলে উদ্ভোধনী অনুষ্ঠানে জাপান-বাংলা উভয় দেশের শিল্পকর্ম প্রেমী ব্যাক্তিবর্গ , পৃষ্ঠপোষক এবং প্রবাসী মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

জাপান প্রবাসী 'কাইচি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়' এর শিক্ষার্থী মুহাম্মদ সোলায়মান হোসেন এর পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ জোবায়েদ হোসেন , ওয়াকিলুর রহমান , শাহীন চৌধুরী , রাহমান মনি , সুমনা রহমান , দিনার সুলতানা , শুভ সাহা , কাম্রুল হাসান লিপু প্রমুখ । মুহাম্মদ সোলায়মান হোসেন শিল্প প্রদর্শনীর মূল আয়োজক । তার ই অক্লান্ত পরিশ্রমে জাপানের মাটিতে এমন একটি আয়োজন সম্ভব হয়েছে ।

বক্তারা সকলে জাপানের মাটিতে বাংলাদেশকে তুলে ধরার জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন,শিল্প এমন ই একটি মাধ্যম যার নেই কোন সীমা পরিসীমা । জাপান-বাংলাদেশের দ্বিপাক্ষিক শিল্প যোগাযোগ অনেক পুরনো এবং অত্যন্ত শক্তিশালী।

উল্লেখ্য , প্রদর্শনী আয়োজনের স্থান থেকে মাত্র ১০০ মিটার দুরত্বে টোকিও শহীদ মিনার অবস্থিত ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]