ঐক্যবদ্ধ থেকে দেশকে সহযোগিতা করুনঃ প্রবাসীদের
প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম
কমিউনিটি রিপোর্ট ।।
নভেম্বর ১৯, ২০১৪ ।।
জাপান সফররত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমকে রোববার সন্ধ্যায়
টোকিওর একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগ, জাপান শাখা, বঙ্গবন্ধু পরিষদ, জাতীয়
পার্টি -জাপান শাখা এবং প্রবাসী বাংলাদেশীরা এক সম্বর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে জাপান শাখা আওয়ামী লীগের
প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাহফুজুল হল
লাল অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে মন্ত্রীর পরিচয় করিয়ে দেন।
এরপর মন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে সংক্তিপত বক্তব্য রাখেন। তিনি বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে
যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অর্থনৈতিক
সমৃদ্ধশালী দেশ হিসাবে নেতৃত্ব দিবে।
বাংলাদেশ জঙ্গি দমনে সফল হয়েছে উল্লেখ করে নাসিম বলেন, যুদ্ধাপরাধীদের
বিচার প্রক্রিয়াও সফলতার সাথে এগিয়ে চলেছে। কিন্তু দেশের এই অগ্রযাত্রা
ব্যাহত করার জন্য বিএনপি-জামায়াত জোট অতীতের মতো আজো ষড়যন্ত্র করে চলেছে।
তবে তারা কোনদিনও সফল হবে না।
তিনি দেশের উন্নয়নকে আরো এগিয়ে নিতে জাপান প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ
থেকে দেশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, জাপান শাখা, বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় পার্টির জাপান
শাখার নেতৃবৃন্দরা ছাড়াও সাধারণ প্রবাসীরাও উপস্থিত ছিলেন। স্বস্ত্রীক
উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, দূতাবাসের
কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমূখ। মন্ত্রীর সফর সঙ্গীরাও অনুষ্ঠানে যোগ দেন।
মন্ত্রী-পত্নী ছাড়াও বাংলাদেশ থেকে আসা সচিব ও সহকারী সচিবগন প্রবাসীদের
দেয়া নৈশ ভোজে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন কাজী মাহফুজুল হক লাল।
অনুষ্ঠানটির
শুরুতে মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জাপান শাখা
আওয়ামী লীগের বাদল চাকলাদার ও মোল্লা ওয়াহিদ।
বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান আক্তার কামাল
ও শহিদুল ইসলাম।
সম্বর্ধনা অনুষ্ঠানটি আয়োজনের
সহযোগিতায় ছিলেন নাবি উল্লাহ আসিফ,
শহীদুর রহমান হিরু এবং শেখ এমদাদ।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |