প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

আদিবাসী আইনুদের প্রথমবারের মতো স্বীকৃতি দিচ্ছে জাপান

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ।।

শুক্রবার কয়েক দশক ধরে বৈষম্যের পর প্রথমবারের মতো "আদিবাসী" মানুষ হিসেবে জাতিগত সংখ্যালঘু আইনু সম্প্রদায়কে স্বীকৃতি দেয়ার জন্যে জাপান সরকার একটি বিল উত্থাপন করেছে।

আইনু জনগোষ্ঠি -যাদের অনেকেই বাস করছেন উত্তর হোক্কাইদো'তে -তারা দীর্ঘদিন ধরে সরকারের বাধ্যতামূলক অঙ্গীভূত করার নীতি সহ্য করছে এবং বৈষম্য ক্রমে কমে আসতে থাকলেও তাদের আয় এবং শিক্ষার পার্থ্যক্য বাকি জাপানের সাথে অব্যাহত রয়েছে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদে সুগা সাংবাদিকদেরকে বলেন "আইনু জনগোষ্ঠিদের সম্মান এবং মর্যাদা রক্ষা ও পরবর্তী প্রজন্মের কাছে বৈচিত্র মর্যাদার সঙ্গে একটি স্পন্দনশীল সমাজ উপলব্ধি করানো গুরুত্বপূর্ণ"।

আইনু সম্প্রদায়কে "আদিবাসী" হিসেবে স্বীকৃতি দেয়া এটিই হচ্ছে প্রথম বিল এবং বিলে সম্প্রদায়টির প্রতি সহযোগিতা ও স্থানীয় অর্থনীতি এবং পর্যটনের উন্নয়নের ব্যবস্থা সহ সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আইনুরা দীর্ঘদিন ধরে নিপিড়ন ও শোষণ ভোগ করে আসছে এবং আধুনিক জাপানি সরকার উনবিংশ শতাব্দীর শেষের দিকে তাদের সাংস্কৃতি এবং ভাষার ব্যবহার নিষিদ্ধ করে।

আইনুরা ঐতিহ্যগতভাবে আধ্যাত্মিকবাদে বিশ্বাসী, পুরুষরা দাঁড়ি রাখে এবং মেয়েরা তাদের মুখে ট্যাটু'র মত করে ছবি আগে বিয়ের আগে। কিন্তু পৃথিবীর অনেক আদিবাসী গোষ্ঠি জাপানি আইনুদের মতোই প্রশাসনের নীতির খপ্পরে পড়ে তাদের জীবনযাত্রার ধরন হারিয়েছে। এএফপি।
  
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]