[প্রথমপাতা]

 

 

 

মিশুক মুনীর ও তারেক মাসুদের মৃত্যুতে সাংবাদিক লেখক ফোরামের শোকসভা

 

 

কমিউনিটি রিপোর্ট ।। অগাষ্ট ১৫, ২০১১ ।।

সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও টেলিভিশন স্টেশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক (মিশুক) মুনীরসহ পাঁচ জনের মর্মান্তিক মৃত্যুতে জাপানের সাংবাদিক লেখক ফোরাম রোববার আকাবানে বিভিও হলে এক শোক সভার আয়োজন করে। স্বল্প সময়ের নোটিশে ডাকা এই শোক সভায় ফোরামের সদস্যরা ছাড়াও প্রবাসীরা অংশগ্রহন করেন।

অনুষ্ঠানের শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
 


সাংবাদিক লেখক ফোরামের সভাপতি সজল বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরবাস সম্পাদক কাজী ইনসানুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিক উদ্দীন ফারাজি, সুখেন ব্রম্ম, শফিকুল ইসলাম, জুয়েল হাসান কামরুল, বিপ্লব মল্লিক, হোসাইন মুনির, বেলায়েত হোসেন তুহিন, মাকসুদুল হক, হারুন, ছড়াকার বদরুল বোরহান, ফটোসাংবাদিক শহীদুল হক, ওয়াই সি সি প্রধান গোলাম মাসুদ জিকো, দশদিক সম্পাদক সানাউল হক, বিবেক বার্তার সম্পাদক পি আর প্লাসিড, কমিউনিটির সম্পাদক জেড এম আবুসিনা এবং ফোরাম সভাপতি সজল বড়ুয়া।
 


সভায় বক্তারা বলেন, এরকম মেধাবী ব্যক্তিত্বদের এ ভাবে মৃত্যু কিছুতেই মেনে নেয়া যায়না। তারা ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী চালকদের শাস্তি, সড়ক পথের উন্নয়ন, ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ সহ নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় কঠোর ভাবে আইনের প্রয়োগ দাবি করেন। তারা বলেন তারেক মাসুদ ও আশফাক মুনীরের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। ফোরাম সভাপতি সজল বড়ুয়া বক্তব্য প্রদানকালে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

পরবাস সম্পাদক কাজী ইনসানুল হক জানান, সাংবাদিক লেখক ফোরাম চলতি বছরেই তারেক মাসুদকে জাপানে আমন্ত্রন জানানোর প্রস্তুতি নিচ্ছিলো। তার সাথে প্রাথমিক কথাবার্তাও হয়েছিলো এবং তিনি জাপানে আসতে রাজিও হয়েছিলেন। তিনি তার চলচ্চিত্রের কপি জাপান প্রবাসীদের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার আর জাপানে আসা হয়ে ওঠেনি।

ফোরাম সভাপতি সজল বড়ুয়া সকলের পক্ষ থেকে নিহতদের রুহের আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

[প্রথমপাতা]