মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান'র ঈদ পুনর্মিলনী ২০১৬
কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ২৪, ২০১৬ ।।
গত ১৮ সেপ্টেম্বর'১৬
টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের মিসাতো শহরের মিসাতো উদ্যানে
মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এ ছাড়াও
দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দলমত নির্বিশেষে জাপানের
বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্রবাসী এবং স্থানীয় জাপানিদের
আংশগ্রহণে উদ্যানটি জাপানের বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ।
কোরবানীর
মাংসে আপ্যায়ন ছিলো ঈদ পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ। প্রতিবছরের মতো এবারো
বিক্রমপুরবাসীরা অতিথিদেরকে কোরবানীর মাংস দিয়ে আপ্যায়ন করেন। সাথে ছিলো
বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিভিন্ন মুখরোচক খাবারও।
আপ্যায়ন শেষে
অতিথিদের সামনে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান'র লোগো আনুষ্ঠানিক ভাবে
প্রদর্শন করেন সংগঠনের সভাপতি বাদল চাকলাদার এবং সাধারণ সম্পাদক
এমডি এস
ইসলাম নান্নু।
সকলের পরিচয় পর্ব শেষে শুরু হয় বিনোদনমূলক বিভিন্ন
আয়োজন, ছোটদের বিস্কুট দৌঁড়, মহিলাদের পিলোপাসিং, পুরুষদের জন্যে ফুটবল এবং
সকলের জন্যে বিঙ্গো গেম ছিলো আয়োজনের অন্যতম আকর্ষণ।
সংগঠনের সভাপতি
বাদল চাকলাদার এবং সাধারণ সম্পাদক এমডি এস ইসলাম নান্নু বৈরি আবহাওয়া
সত্বেও সোসাইটির আহ্বানে সাড়া দেয়ার জন্যে অতিথিদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন
সাপ্তাহিক এর জাপান প্রতিনিধি রাহমান
মনি।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |