|
মহান বিজয় দিবসের প্রাক্কালে টোকিওতে বাংলাদেশের
মঞ্চ নাটকের পোষ্টার প্রদর্শনী
কমিউনিটি রিপোর্ট ।।
ডিসেম্বর ১৭, ২০১৫ ।।
গত ১২ ডিসেম্বর রোববার সন্ধায় টোকিওর আকাবানে বিভিও হলে বাংলাদেশ
সাংবাদিক-লেখক ফোরাম,জাপান এর ব্যানারে বাবুল বিশ্বাস সংগৃহিত "বাংলাদেশের
মঞ্চ নাটকের পোষ্টার প্রদর্শনী"টি ছিল একটি ভিন্নধর্মী আয়োজন। কৌতূহলী
দর্শকরা জাপানে এরকম ভিন্ন ধারার আয়োজনে সমবেত হন। প্রধান অতিথী হিসেবে
দূতাবাসের চার্জ দ্যা এফেয়ারস ডক্টর জীবন রন্জন মজূমদার বিশেষ অতিথি আমেরিকা
প্রবাসী লেখক,গবেষক ও বিশ্লেষক অধ্যাপক আলী রিয়াজ, ঢাকা থেকে আগত ঢাকা
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ও জনপ্রিয় অভিনেতা রহমত আলী,
রাধারমন বর্মনের গান নিয়ে পরিশ্রমী গবেষক, গায়ক বিশ্বজিৎ রায় সহ জাপান
প্রবাসী মিডিয়া, সাংস্কৃতি ও প্রবাসী বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপস্থিত সবাইকে সাথে নিয়ে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন
এবং জাপানে এ ধরনের অনূষ্ঠানে দূতাবাসের সব সময় পৃষ্ঠপোষকতার নিশ্চয়তা দেন।
একই দিনে বাংলাদেশে জাপানের ৩৬ তম ইয়েন ক্রেডিটের আওতায় এ যাবত পাওয়া
সর্বোচ্চ ৮ হাজার ৬ শত কোটি টাকার ঋন সহযোগিতার চুক্তি হওয়ার ঘোষনা দিলে
সমবেত সবাই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন।
পোষ্টার সংগ্রাহক তার বিদেশে এই প্রথম পোষ্টার প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ
সাংবাদিক লেখক ফোরাম, জাপানের প্রতি কৃতজ্ঞতা জানান। শত প্রতিকূলতা কাটিয়ে
তার এই পাগলামী নেশা যে এখন বাংলাদেশের মঞ্চ নাটকের ইতিহাস সংরক্ষনে
একাডেমিক ও আরকাইভাল মর্যাদা পেয়েছে সেটাতেই তিনি তৃপ্ত। উল্লেখ্য বাবুল
বিশ্বাস শুধুমাত্র সংগ্রাহক নন তিনি বাংলাদেশের মঞ্চনাটকের ওপর অনেকগূলো
বইয়ের লেখক, নাট্যকার, পরিচালক, সংগঠক ও আন্তজার্তিক কিছু সংস্থার বাংলাদেশ
অধ্যায়ের সমন্বায়ক।
হোসাইন মূনিরের সঞ্চালনায় অধ্যাপক আলী রিয়াজ, রহমত আলী, বিশ্বজিত রায় ও
জাপান প্রবাসী গোলাম সাকলায়েন, সুখেন ব্রম্ম, কাজী ইনসানুল হক, প্রবীর
বিকাশ সরকার, অজিত বড়ুয়া, শরাফূল ইসলাম, কবি মিল্টন, হক মোহাম্মদ ইমদাদুল,
নাজিম উদ্দীন, কমল বডুয়া, আশরাফুল আলম শেলী, মুকুল মোস্তাফিজ, এম এম শাহীন,
হারূনুর রশিদ, মোহাম্মদ জসিম, হাসিনা মনি, সূবর্না নন্দী প্রকুখ শূভেচ্ছা
বক্তব্য রাখেন। ফোরাম সভাপতি জুয়েল আহসান কামরুল বাবুল বিশ্বাস কে এতগূলো
পোষ্টার সুদূর বাংলাদেশ থেকে এনে জাপান প্রবাসীদের দেখানোর ব্যাবস্থা করায়
কৃতজ্ঞতা জানান।
উপস্থিত সবাই সারিবদ্ধ ভাবে সাজানো মঞ্চনাটকের পোষ্টার দেখে পূরোনা দিনে
মঞ্চ নাটকের প্রভাব, স্বাধীনতা উত্তর একদল মুক্তচিন্তার তরুণ তুর্কীর হাত
ধরে বাংলাদেশে যে নাট্যচর্চার শুরু তা পরবর্তীতে মঞ্চ নাটকের মাধ্যমে
সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যে যে নবজাগরন ঘটিয়েছিল এবং শক্তিশালী শিল্প
মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছিল তা নিয়ে নিজেরাই আলোচনা করেন। জাপান
প্রবাসী বেশ কজন নাট্যকর্মী তাদের অভিনীত নাটকের পোষ্টার দেখে আবেগআপ্লূত
হয়ে স্মৃতি কাতরতায় উচ্ছল হয়ে ওঠেন।
ফোরাম সদস্য ছাড়াও মোখলেসূর রাহমান ও আমন্তিত দর্শকদরাও পোষ্টার লাগানো ও
হল গোছানোতে সহযোগিতা করেন। কোন মঞ্চ নেই, বসার আয়োজন ছাড়াই তিন ঘন্টা ঠায়
দাড়িয়ে দর্শকরা ভিনধারার অনূষ্ঠান উপভোগ করেন। জাপানে এই প্রথম পোষ্টার
প্রদর্শনীটি বিপুল সংখক দর্শকদের আনন্দ দেয়।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|