|
কামাতায় প্রবাসীদের পিঠা উৎসব
কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ।।
টোকিওর ওতাকূ এলাকার প্রবাসীদের উদ্দোগে গত রোববার ১৪ ফেব্রুয়ারী,২০১৬,
জেআর কামাতা ষ্টেশন সংলগ্ন শোহিশা সেইকাৎসূ সেন্টারে জমজমাট শীতকালীন পিঠা
উৎসবের আয়োজনটি ছিল বেশ জমজমাট।জাপান প্রবাসী বাংলা উদ্যোগে প্রতিষ্ঠিত "কামাতা
মসজিদ" কেন্দ্রিক মূসলিম প্রবাসীরা সবাই মিলে আয়োজনটির সাথে সম্পৃক্ত থেকে
প্রথমবারের মতো পিঠা উৎসব ও সেই সাথে মূখরোচক রাতের বাহারী খাবার পরিবেশন
করেন।শূধূ নিজেরা নয় ও অন্য এলাকা থেকে আগত অতিথীদের নিয়ে আড্ডা ও সবাই মিলে
একসাথে খাওয়া দাওয়ার চিরন্তন বাংলা ঐতিহ্য পালনের অভিপ্রায়ে আয়েজনটি
পূরোটাই সফল হয়েছে।
দিনটি ছিল চমৎকার,কদিনের হাড়কাপূনী শীতের পর হঠাৎ এই দিনটির আবহাওয়া ছিল
শরৎকালের.ভ্যালেন্টাইনস দিনটিও ওদিন।
এলাকায় বসবাসরত বোন-ভাবীরা প্রচূর পরিশ্রম করে নানা ধরনের সূস্বাদু পিঠা
বানিয়ে নিয়ে আসেন,কর্তারা ব্যাস্ত ছিলেন বিরিয়ীনী ও অন্য খাবার রান্নার
আয়োজনের সাথে। আয়োজক বৃন্দ:এস ইসলাম নান্নু,সাইয়িদ চৌধূরী,গাজী হেলাল,শরীফ
হোসেন,সফিকূল ইসলাম খান,শেখ মো:বদিউজ্জামান, সায়েম, ময়েজ বাশার,তৌহিদূর
রহমান,রবিউল ইসলাম রবীন,রবিউল আলম লিংকন,খোকন,মিল্টন,শাহাদত চৌধূরী,হক
প্রমূখ।
প্রচূর প্রবাসীদের ভীড়,খোশগল্প,ভূরিভোজ শেষে পরম পরিতৃপ্তি নিয়ে অবশেষে ঘড়ে
ফেরা।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|