প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

টোকিওতে কাহালের উদ্যোগে চিত্রপ্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু

  

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ১২, ২০১৪ ।।

দি আর্ট কমপ্লেক্স অব টোকিও গ্যালারিতে শুরু হয়েছে কাহাল এর চিত্রকলা প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০১৪। গত ১০ জুন মঙ্গলবার প্রদর্শনী শুরু হয় এবং চলবে ১৫ জুন রোববার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে একটানা রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্যে প্রদর্শনী খোলা থাকবে। ১৫ জুন রোববার বিকেল ৬টায় প্রদর্শনী শেষ হবে।

৬ষ্ঠ বারের মত কাহাল আয়োজিত প্রদর্শনী উপলক্ষে চিত্রকলা ও প্রদর্শন উদ্বোধন উপলক্ষ্যে জমকালো অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে দেশ বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, দেশ বিদেশের বিভিন্ন চিত্রশিল্পিরা ছাড়াও শতাধীক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কাহাল আর্ট গ্রুপের উপদেষ্টা শিক্ষক তাকেশি মোরিইয়োশি।

এবারের আয়োজনে কাহাল গ্রুপের সদস্যরা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিব্দ্যালয়ের চিত্রশিল্পীদের শতাধিক চিত্র কলা স্থান পায়। আলোচনায় প্রথমবারের মত যোগদেন কোরিয় বিশ্বদিদ্যালয় চিত্রশিল্পী বৃন্দ।

কাহাল মূলতঃ বাংলাদেশী এবং জাপানি শিল্পীদের নিয়ে গঠিত একটি গ্রুপ। ২০০৮ সালে এর যাত্রা শুরু হয়। ২০০৯ সালে প্রথমবারের মত ঢাকার দৃক গ্যালারিতে জাপান-বাংলাদেশ যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর ২০১০,২০১১, ২০১২ সালে টোকিওতে যথাক্রমে ২য়, ৩য় এবং ৪র্থ বারের মত প্রদর্শনের আয়োজন করে। ২০১৩ সালে সর্বশেষ ঢাকার শিল্পকলা একাডেমিতে ৫ম বারের মত প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রখ্যাত চিত্র শিল্পী রফিকুন নবী (রনবী) যৌথ চিত্রকলা প্রতিযোগিতা প্রদর্শনী উপলক্ষ্যে বর্তমানে জাপান সফর করছেন আমন্ত্রিত অতিথি হিসেবে। তার সংগে সফর করছেন আরো ৪ জন শিল্পী।

আগামী ১৫ জুন শিল্পী রনবীকে কাহালের পক্ষ থেকে সম্মাননা ও নাগরিক সম্বর্ধনা প্রদান করা হবে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]