সাম্প্রতিক সংবাদ

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

[প্রথমপাতা]

 

 

 

জাপান প্রবাসীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কন্ঠশীল্পি সুবীর নন্দী ও বারী সিদ্দিকী

   

 

কমিউনিটি রিপোর্ট ।। মে ১০, ২০১৪ ।।

জাপান প্রবাসী শিশু কিশোরদের জন্যে ৬ষ্ঠ প্রবাস প্রজন্ম'র মূল আয়োজন ছিলো ৪ মে রোববার। সেদিনের সেই আনন্দ মেলার স্মৃতি এখনো সবার মনে। আমন্ত্রিত অতিথি বাংলাদেশের দুই প্রতিথযশা সংগীত শিল্পি সুবীর নন্দী ও বারী সিদ্দিকী'কে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ৫ মে সোমবার আকাবানে বিভিও হলে বিশেষ সংবর্ধনা দেয়া হয়।

শ্রী সুখেন ব্রম্মের সভাপতিত্বে ও কাজী ইনসানুল হকের সঞ্চালনায় শিল্পীদ্বয়'কে বরণ করেন মিসেস তোমোকো ও ববিতা পোদ্দার। ওয়ারাবি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে আশরাফুল ইসলাম শেলী ও মঈনুল ইসলাম মিল্টনও তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উত্তরণ কালচারাল গ্রুপের পক্ষে বিমান পোদ্দার উত্তরণের ২৫ বছর পূর্তী স্মারক শুভেচ্ছা উপহার দেন।

অনেকটা অনাড়ম্বর ঘরোয়া আলাপচারিতায় প্রবাসীরা অতিথিদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ও তাদের বক্তব্য শোনেন। আলমগীর হোসেন মিঠু ভারতীয় সংস্কৃতির আগ্রাসনের বিষয়ে প্রশ্ন করলে দু'জনেই তাদের নিজস্ব দৃষ্টিকোন থেকে মন্তব্য করেন। তারা দু'জনেই মনে করেন আমাদের সংস্কৃতি এতো ঠুনকো নয় যে সামান্য ঝড়ে তা ভেসে যাবে, সাময়িক ভাবে তার নেতিবাচক প্রভাব থাকতে পারে তবে আমাদের শতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করতে আমাদের শুদ্ধ সাংস্কৃতিক চর্চা করতে হবে। আমাদের সংগীত, আমাদের সাহিত্য, আমাদের চিত্রকলা বাংলাদেশের সীমানা ছাড়িয়েও তাদের কাছে স্থান পেয়েছে। তাদের নানান প্রতিযোগীতায় দেখবেন এগুলো ব্যবহার করা হয়।

সংগীত সাধানায় গুরু-শিষ্য পরম্পরা বিষয়ে বারি সিদ্দিকীর আলচনাটি ছিলো বিশেষ তাৎপর্যময়। সুবীর নন্দীও একটি ভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, দর্শক-শ্রোতাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অহংকার।

প্রবাস প্রজন্মের এই আয়োজনটি জাপান প্রবাসীরা শুরু করলেও মনে হয় বহির্বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন না কেন নিজের সন্তানদের সাথে দেশের সাংস্কৃতির যোগাযোগের স্বার্থে সেতুবন্ধন হিসেবে তারাও বিবেচনা করতে পারেন।

প্রবাস প্রজন্ম, জাপান'র সদস্য সচিব রাহমান মনি এই বিশাল কর্মযজ্ঞের সাফল্যের জন্যে সকল প্রবাসীর নিঃস্বার্থ সহযোগীতার কথাই বললেন। আহ্বায়ক মুন্সী আজাদ এই সব শিশুদের মা-বাবা যারা সকল প্রতিকূলতা কাটিয়ে অসাধ্য সাধন করেছেন তার জন্যে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

ছালেহ মোঃ আরিফ, মীর রেজাউল করিম রেজা, এম ডি এস ইসলাম নান্নু, খন্দকার আসলাম হীরা প্রমুখ অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সুবীর নন্দী শ্রতাদেরকে ২টি ও বারি সিদ্দিকী ১টি গান গেয়ে শোনান। অনুষ্ঠান শেষে অতিথি সহ সবাই একত্রে নৈশভোজে অংশ নেন। দিনভর এই রান্নার আয়োজনে বদরুল বোরহান ও রামহান মনি, মওলা রনি ব্যস্ত ছিলেন।

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]