প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

ভাইরাসের প্রভাব বহন করার জন্যে প্রস্তুত হচ্ছে জাপান

 

 


কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ৩, ২০২০ ।।

শনিবার জাপান চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের অর্থনৈতিক প্রভাব বহন করার জন্যে প্রস্তুতি গ্রহণ করেছে। ভাইরাসটির বিস্তার রোধ করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিদেশী পর্যটকরাও যার টার্গেটের মধ্যে রয়েছেন।

ইতিমধ্যেই জাপানে ২০ জনের দেহে ভাইরাসের সংক্রমণ ধরা পরেছে, এদের মধ্যে কারো কারো শরীরে ভাইরাস আক্রান্তের কোনো লক্ষণই প্রকাশ পায়নি।

শনিবার প্রধানমন্ত্রী শিনজো আবে সরকারি একটি টাস্ক ফোর্সের এক বৈঠকে ভাইরাস প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আবে'র অর্থনৈতিক নীতির একটি প্রধান স্তম্ভ হলো পর্যটন শিল্পের প্রসার। জাপানে পর্যটন শিল্পের একটি বিপুল আয় আসে চীনা পর্যটকদের কাছ থেকে, চীনে জাপানের অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

"আমি মন্ত্রীদেরকে রাষ্ট্রীয় বাজেট ব্যাবহার করে যত দ্রুত সম্ভব একটি খসড়া প্রস্তুত করতে বলেছি" আবে বলেন।

"নতুন করোনা ভাইরাস আমাদের পর্যটন খাতে বড় ধরনের প্রভাব ফেলছে, অর্থনৈতিক এবং আমাদের সমাজেও তার প্রভাব রয়েছে। সরকার এই অবস্থা মোকাবিলায় তার সর্বোত্তম চেষ্টা করবে"।

এ ছাড়া আর বিস্তারিত কিছু জানানো হয়নি, যদিও আবে জাপানে বসবাসকারীদের মেডিকেল চেকআপ এবং মাস্ক ব্যাবহারের পরামর্শ দিয়েছেন। দেশ জুড়ে মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে মাস্ক পাওয়া কঠিন হয়ে উঠেছে। রয়টার্স।
 

 


WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]