জাপানের বাংলাদেশ দুতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু

কমিউনিটি রিপোর্ট ।।
অবশেষে প্রবাসীদের বহু প্রত্যাশিত ই-পাসপোর্ট সেবা উদ্ভোধন করা হয়েছে।
২৪ এপ্রিল বৃহস্পতিবার জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার
কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দূতাবাস অডিটোরিয়ামে ই-পাসপোর্ট সেবা
কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
রাষ্ট্রদূত মোঃ দাউদ আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, ই-পাসপোর্ট সেবা চালু হলে জাপান থেকে
ভ্রমণ ও ইমিগ্রেশন আরও সহজ হবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ
গ্রহণ করেছে। বিভিন্ন দেশে সময়মতো পাসপোর্ট পাওয়া নিয়ে প্রবাসীদের
দীর্ঘদিনের যে অভিযোগ ছিল, সরকার তার সমাধান করেছে। এখন থেকে স্বল্প সময়ের
মধ্যেই প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানে ই-পাসপোর্ট সেবা
চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ই-পাসপোর্ট ও
স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প
পরিচালক মেজর আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ই-পাসপোর্ট প্রকল্পের
কর্মকর্তা, কর্মদিবস হওয়া সত্বেও জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির
সর্বস্তরের সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|