মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির জাপান'র আয়োজনে ইফতার মাহফিল

কমিউনিটি রিপোর্ট ।।
প্রতিবছরের মতো এবার ও জাপানস্ত মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির ইফতার
মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে হয়েছে।
৩০ মার্চ সাইতামা প্রিফেকচারের মিসাতো সিটি হিকোনারি’র “কিবো-নো সাতো কোরিউ
সেন্টার এবং একই সাথে শিনমিসাতো মসজিদে আয়োজিত ইফতার মাহফিল-এ মুন্সিগঞ্জ
বিক্রমপুর বাসীর সাথে একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহন করেছিলেন সর্বস্তরের
প্রবাসী, স্থানীয় জাপানিজসহ জাপানে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকবৃন্দ।
মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির জাপান’র এবারের আয়োজনটি সর্বশেষ রোজায় হওয়ায়
প্রবাসীদের আনন্দে ভিন্ন মাত্রা পায়। পরেরদিন ঈদের ঘোষণা থাকা ইফতার এর
পরপরই সকলে চাঁদরাতের আনন্দে মেতে উঠেন ।
জাপানে মুন্সিগঞ্জ–বিক্রমপুর সোসাইটি জাপান'র যেকোন আয়োজন-ই প্রবাসীদের
মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সমর্থ হয় তার প্রধান এবং অন্যতম কারন হচ্ছে
বিক্রমপুর বাসীর আতিথেয়তা, আন্তরিকতা এবং সব ধর্মালম্বীদের কথা মাথায় রেখে
খাবার পরিবেশনে বৈচিত্র্যতা ।
মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির ইফতার মাহফিল আয়োজন মানেই ভিন্নতা,
আতিথেয়তায় ভরপুর এক ঘরোয়া আমেজ, সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহন, উৎসবমুখর
ধর্মীয় আমেজ ।
প্রতিবছরের মতো এবারও মুন্সিগঞ্জ–বিক্রমপুর সোসাইটি জাপান'র ইফতার মাহফিলে
সর্বস্তরের প্রবাসীদের ঢল নামে। টোকিওর অদূরে এবং রেল ষ্টেশন থেকে খানিকটা
দূরে, এছাড়া একই দিনে একাধিক আয়োজন তো রয়েছেই। তারপরও প্রবাসীদের ঢল বন্ধ
হয়নি।
সর্বশেষ রোজা হওয়া সত্বেও প্রবাসীরা বিক্রমপুরবাসীদের আয়োজন থেকে মুখ ফিরিয়ে
নেননি। প্রতি বছরের মতো এবারও ব্যাপক সাড়া দিয়েছেন।বিক্রমপুর বাসীদের
আপ্যায়নে আপ্যায়িত হয়েছেন ।
ইফতার মাহফিলে সভাপতি বাদল চাকলাদার এবং সাধারন সম্পাদক এমডি, এস,ইসলাম
নান্নু সবাইকে স্বাগত জানান ।
কোরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবনে রোজার মাহাত্ম্য গুরুত্ব সম্পর্কে
ইফতার পূর্ব সংক্ষিপ্ত ধর্মীয় বয়ান, দোয়া পরিচালনা এবং ইফতার পরবর্তী
মাগরিব নামাজ পরিচালনা করেন কামাতা মসজিদ এর পেশ ইমাম, মুন্সিগঞ্জেরই
সন্তান মুফতি হাবিবুর রাহমান।
দীর্ঘদিন পর ইফতার মাহফিল পরিচালনা করেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির
অন্যতম উপদেষ্টা জুয়েল আহসান কামরুল।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|