|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Saturday, March 29, 2025 00:45 |

 

জাপানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

নানা আয়োজনে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত বুধবার দূতাবাস প্রাঙ্গনে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
এ বছরের ২৬শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনটি রমজান মাসে হওয়ায়, দূতাবাসের স্বাধীনতা এবং জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানটি ইফতার দিয়ে শুরু করা হয়।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলি এবং তার সহধর্মিণী বুশরা মেহেরিন আলি অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের স্বাগত জানান।
দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সন্ধ্যায় টোকিওর ঐতিহাসিক পাঁচ তারকা “হোটেল নিউ ওতানি হোটেলে” এক ‘কূটনীতিক অভ্যর্থনা’র আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিয়াজি তাকুমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো, অর্থ মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার মিমুরা ইয়াতোসি এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের মহাসচিব নিশিমুরা ইয়াসুতোসি। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, জাপান সরকারের উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক এবং বাংলাদেশ ও জাপানের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলি সবাইকে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-এর শুভেচ্ছা জানান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহম্মদ ইউনুস-এর নিরলস পরিশ্রম ও প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি আজ সমগ্র বিশ্বে স্বীকৃত।দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল জনগণের কাছে পৌঁছে দিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। রাষ্ট্রের সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনমুখী ও টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধির পথে কাজ করার শপথ নেয়ার আহবান জানান ।
তিনি উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জাপানের অবদান তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন ।
এছাড়াও তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক মূল্যবোধ, বিশ্বাস ও ঐতিহাসিক বন্ধনের উপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মিয়াজি তাকুমা বলেন জাপান বাংলাদেশের সাথে সম্পর্কের উপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় নিরন্তর সমর্থন দিয়ে আসছে। তিনি আরও বলেন দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অগ্রগতির জন্য জাপান তার সহযোগিতা অব্যাহত রাখবে এবং ``কৌশলগত অংশীদারিত্ব''-এর অধীনে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সহযোগিতা বজায় রাখবে.
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাপানের স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হয়।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]