প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Wednesday, February 26, 2025 18:55 |

 

বঙ্গবাজার সুপার মার্কেট এর গুনমা(ওতা) শাখার শুভ উদ্বোধন

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

জাপান প্রবাসী বাংলাদেশীদের জনপ্রিয় এবং বাংলাদেশী মালিকাধীন হালাল সুপারমার্কেট বঙ্গবাজারের গুনমা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এটি বঙ্গবাজার-এর দ্বিতীয় শাখা।

২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জাপানের গু্নমা প্রিফেকচার এর ওতা শহরে সর্বস্তরের প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে ‘পদ্মা কোম্পানির’ কর্ণধার, বিশিষ্ট ব্যবসায়ী বাদল চাকলাদার ফিতা কেটে বঙ্গবাজার ওতা শাখার শুভ উদ্ভোধন করেন।

বঙ্গবাজার সুপার মার্কেট পদ্মা কোম্পানি পরিচালিত একটি প্রতিষ্ঠান। যা দীর্ঘদিন যাবত প্রবাসী বাংলাদেশি সহ জাপানে বসবাসরত বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির হালাল পণ্যের চাহিদা পুরনে অগ্রণী ভুমিকা পালন করে আসছে ।

২০ মার্চ ২০২০ সালে সাইতামা প্রিফেকচারের মিসাতো সিটিতে প্রথম বঙ্গবাজার সুপারমার্কেট উদ্ভোধন কালে বাদল চাকলাদার ঘোষণা দিয়েছিলেন যে , ‘বাংলাদেশী খাদ্য সহ মুসলিম খাদ্য সংস্কৃতিকে জাপানব্যাপী ছড়িয়ে দেয়াই আমার স্বপ্ন’। ওতা শাখা উদ্ভোধনের মধ্য দিয়ে সেই স্বপ্ন পুরনের প্রতিশ্রুতি রক্ষায় আরো একধাপ এগিয়ে গেলেন।

উদ্ভোধনী আয়োজনে জনাব বাদল চাকলাদার বলেন, “আমাদের লক্ষ্য মুসলিম কমিউনিটির জন্য সহজলভ্য হালাল পণ্য নিশ্চিত করা। বঙ্গবাজার ক্রেতাদের আস্থা অর্জন করেছে, এবং আমরা আরও বিস্তৃত পরিসরে সেবা দিতে চাই। বঙ্গবাজার শুধু একটি সুপারমার্কে-ই নয়, বরং প্রবাসীদের জন্য এক টুকরো বাংলাদেশ।" সপ্তাহান্তে এবং বিশেষ দিনগুলোতে প্রবাসীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে বঙ্গবাজার।

এছারা বাংলাদেশ থেকে বিশিষ্টজনরা জাপান সফরকালে বঙ্গবাজার পরিদর্শন যেন অঘোষিত নিয়মে পরিণত হয়েছে।

নতুন এই শাখাটি ভৌগোলিক অবস্থান থেকেও স্থানীয় ও প্রবাসী মুসলিম সম্প্রদায়ের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মাত্র ৩০ মিনিটের ড্রাইভিং পথের দূরত্বে তোচিগি প্রিফেকচারের আশিকাগা, সাইতামা প্রিফেকচারের কুকি , গুনমার তাতেবায়াশি, ইছেসাকি সহ অন্যান্য শহরগুলোর অবস্থান । এখানে ব্রাজিল, শ্রীলঙ্কান , মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভিয়েতনাম সহ বেশ কিছু দেশের প্রবাসী কমিউনিটির বসবাস। রয়েছে বাংলাদেশী কমিউনিটি।

বঙ্গবাজারেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, তুরস্ক , ব্রাজিল, অস্ট্রেলিয়া , আমেরিকা সহ বেশ কিছু দেশের পন্যের সমাহার রয়েছে।

বঙ্গবাজার বৈচিত্র্যময় ও নির্ভরযোগ্য হালাল খাদ্যপণ্য সরবরাহ করে আসছে।

এছাড়াও দেশীয় মসল্লার পাশাপাশি, সতেজ শাকসবজি, দেশীয় মাছ, তৈরি খাবার ও ব্যাকারিজ পণ্য পাওয়া যায়।

বঙ্গবাজার ছাড়াও বাদল চাকলাদার সাইতামা প্রিফেকচারের মিসাতো শহরে ‘বঙ্গ কারি’ এবং ‘বঙ্গ ফ্যাশন’ নামে বঙ্গবাজার সংলগ্ন আরো দুইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। একই শহরে বাদল চাকলাদার এর ‘পদ্মা কো, লিমিটেড নামে হালাল ফুড এর হোলসেল প্রতিষ্ঠান রয়েছে। যেখান থেকে সারা জাপান ব্যাপী হালাল ফুড সরবরাহ হয়ে থাকে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]