|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Monday, November 18, 2024 18:31 |

 

সুখী হতে অঢেল অর্থ কিংবা বিখ্যাত ব্যক্তি হওয়ার প্রয়োজন নেই, কিছু নিয়ম মেনে চললেই সুখী হওয়া যায়ঃ টোকিওতে আযহারী

 

 

রাহমান মনি

মানুষের জীবনে সুখী হতে অঢেল অর্থ, ভাইরাল কিংবা বিখ্যাত ব্যক্তি হওয়ার প্রয়োজন নেই, কিছু নিয়ম মেনে চললেই সুখী হওয়া যায়।
জাপান মুসলিম কমিউনিটির উদ্যোগে ১৬ নভেম্বর টোকিও’র অতা সিটি কামাতা সিভিক হল ‘আপরিকো’-তে আয়োজিত এক ইসলামিক আলোচনা সন্ধ্যায় প্রখ্যাত দাঈ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামি বক্তা, ধর্ম প্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারী একথা বলেন। জাপান মুসলিম কমিউনিটি’র আয়োজনে আমন্ত্রিত হয়ে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
 

মিজানুর রহমান আজহারী বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু নিয়ম মেনে চললেই সুখী জীবন যাপন করা যায়। নিয়মগুলো হচ্ছে -
১. জীবনকে জটিল করা যাবেনা, সব কিছুকেই সহজ সরলভাবে নিতে হবে।
২. মানুষকে ক্ষমা করা শিখতে হবে। ক্ষমা নিজেকে মহৎ করে তুলে।
৩. শুধু নিজেকেই নয়, অন্যকেও সুখি রাখতে সহায়তা করতে হবে।
৪. নিজের যা আছে তা নিয়ে সুখী থাকতে হবে।
৫. অন্যের সাথে নিজের তুলনা করা করা যাবে না।
৬. মনকে স্থির রাখতে হবে, মনের সুখই হলো আসল সুখ।
৭. অতিরিক্ত প্রত্যাশা না করা, অর্থাৎ লোভী হওয়া যাবেনা। নিজের যা আছে তাতেই সন্তুষ্ট হয়ে থাকতে হবে।
৮. মনে রাখতে হবে, যা করবো সব আল্লাহর সন্তষ্টির জন্য করা
৯. হতাশ হওয়া যাবেনা, নিরাশ হলে চলবে না। বিশ্বাসীরা আশাবাদী হয়।
১০. ভালো একটা সার্কেল বা ভালো সঙ্গ নিয়ে থাকতে হবে।
 

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে কামাতা মসজিদের এক ঝাঁক খুদে শিক্ষার্থীদের কণ্ঠে হামদ এবং প্রবাসী “দিশারী শিল্পী গোষ্ঠী”র ইসলামিক সঙ্গীত পরিবেশনার পর জাপানের বিভিন্ন মসজিদের খতিবগণ সংক্ষিপ্ত আলোচনা করেন।
এমডি, এস, ইসলাম নান্নুর সার্বিক ব্যবস্থাপনায় ‘ওয়ামস জাপান’ এর একদল সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক দলের পরিচালনায় জাপানের ইতিহাসে প্রবাসীদের আয়োজিত সর্ববৃহৎ জনাকীর্ণ আভ্যন্তরীণ আয়োজনে পিনপতন নীরবতায় দর্শক শ্রোতা মনমুগ্ধ হয়ে মিজানুর রহমানের বয়ান শুনেন। মাত্র ৪ দিনের প্রচারণায় দর্শক শ্রোতাদের স্বতঃস্ফূর্ত ব্যপক উপস্থিতি হল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে অনেককে দাঁড়িয়ে বয়ান শুনতে দেখা যায়।
 

১২ নভেম্বর মঙ্গলবার মিজানুর রহমান আজহারী জাপান সফর শুরু করেন। ২১ নভেম্বর বৃহস্পতিবার মালয়েশিয়ার উদ্দেশ্যে জাপান ত্যাগ করবেন।


rahmanmoni@gmail.com

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]