|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Tuesday, July 09, 2024 18:50 |

 

জাপানে কুমিল্লা সোসাইটি’র ঈদ পুনর্মিলনী ২০২৪

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাপানে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে ‘কুমিল্লা সোসাইটি জাপান।

৭ জুলাই রোববার রাজধানীর কিতা সিটি আকাবানে সাংস্কৃতিক কেন্দ্রে এই পুনর্মিলনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হলেও মুলত কুমিল্লা সোসাইটি জাপান’র নব নির্বাচিত পর্ষদ এর সভাপতি শাহীন চৌধুরী এবং সাধারন সম্পাদক মোঃ আলতাফ কাশেম এর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের পরিচিত করিয়ে দেয়া হয়।

উৎসব মুখোর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন বিনোদনমুলক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এইদিন জাপানে জাতীয়ভাবে এলাকাভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান , টোকিও মেট্রোপলিটান গভর্নর নির্বাচন, উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ এর ‘রনলা’ (রবীন্দ্রনাথ, নজরুল, লালন ) সন্ধ্যার আয়োজন থাকা সত্বেও সর্ব স্তরের প্রবাসীদের ঢল নামে আয়োজন স্থলে ।

বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক , রাজনৈতিক , পেশাজীবী ও আঞ্চলিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত সভাপতি শাহীন চৌধুরী আগামী দুই বছর পথ চলায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সংগঠনকে গতিশীল করে দেশ এবং জাপানে কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]