|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Monday, July 01, 2024 19:32 |

 

বাংলাদেশ ফেস্টিভ্যাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

২৩ জুন রোববার টোকিওর হাচিওজি'র সিটির মিনামিওজাওয়া কালচারাল হলে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ ফেস্টিভ্যাল এর ঈদ পুনর্মিলনী। সকলের জন্যে উন্মুক্ত এই আয়োজনে সকল স্তরের প্রবাসীদেরকে কোরবানীর মাংসে আপ্যায়িত করা ছাড়াও জাপান প্রবাসীদের জনপ্রিয় দু'টি সাংস্কৃতিক দল সংগীত পরিবেশন করেন।

সকাল থেকেই হল প্রাঙ্গনের উন্মুক্ত মাঠে নানান আয়োজনের কর্মসূচী পূর্ব-নির্ধারিত থাকলেও প্রবল বৃষ্টির পূর্বাভাসের কারণে শেষ মুহূর্তে উন্মুক্ত স্থানের কর্মসূচী বাতিল করে অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করে সন্ধ্যা ৬টা থেকে হলের অভ্যান্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সান্ধ্যভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ফেস্টিভ্যালের প্রধান বিশিষ্ট ব্যাবসায়ী ইলিয়াস মুনসী সংক্ষিপ্ত পরিচয়মূলক বক্তব্য রাখার পর প্রথমে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান ও পরে মাদল সংগীত পরিবেশন করে। এর ফাঁকে ফাঁকে উপস্থিত প্রবাসীরাও সংগীত পরিবেশন করেন। সবশেষে কোরবানীর মাংসের সুস্বাদু বিরিয়ানী দিয়ে উপস্থিত প্রবাসীদের আপ্যায়িত করা হয়।

অনুষ্ঠানের শেষ লগ্নে বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষ থেকে জানানো হয় আগামী ১ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ ফেস্টিভ্যালের মেলা অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণের জন্যে সকলকে আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য ইলিয়াস মুনসীর নেতৃত্বে বাংলাদেশ ফেস্টিভ্যাল ইতিমধ্যেই দু'টি মেলার সফল আয়োজন করা ছাড়াও, প্রবাসীদের জন্যে দু'টি ঈদ পুনর্মিলনীর আয়োজন সম্পন্ন করেছে। এসব আয়োজনগুলি বিপুল সংখ্যক প্রবাসীদেরকে আকর্ষণ করেছে। পাশাপাশি উপমহাদেশের মানুষজন ছাড়াও স্থানীয় জাপানিরাও মেলাগুলিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]