জাপান প্রবাসীদের অতি পরিচিত মুখ বাবু ঢালী আর নেই
কমিউনিটি রিপোর্ট ।।
জাপান প্রবাসীদের অতি পরিচিত মুখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দ্বীন ইসলাম বাবু
ঢালী আর নেই ।“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। হৃদক্রিয়া বন্ধ হয়ে
তিনি পরলোক গমন করেন । তার প্রকৃত নাম দ্বীন ইসলাম বাবু হলেও তিনি জাপান
প্রবাসীদের কাছে বাবু ঢালী বা ঢালী বাবু নামেই সমধিক পরিচিত ছিলেন ।
১৩ জুন বৃহস্পতিবার স্বাভাবিক জীবনযাপন শেষে রাতে অসুস্থতা বোধ করলে বাসায়
প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে এ্যাম্বুলেন্স করে
দ্রুত সাইতামা প্রিফেকচারের সোকা সিটির দোককিও বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া
হয়। জরুরীভিত্তিতে আই্সিউতে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক ১৪ জুন
শুক্রবার রাত ২.০৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন ।
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের শাসনগাও গ্রামের জনাব
হাজী আব্দুল মজিদের পুত্র বাবু ঢালী ১৯৯০ সালে জাপান আসেন। তারা ৬ ভাই ২
বোন। জাপানে তিনি সাইতামা প্রিফেকচারের মিসাতো শহরে স্থায়ীভাবে স্বপরিবারে
বসবাস করতেন।
যদিও তিনি প্রবাসীদের দ্বারা পরিচিত একটি সাংস্কৃতিক সংগঠনের অন্যতম সদস্য
ছিলেন তথাপি জাপান প্রবাসীদের যেকোন আয়োজনেই তার পদচারনা এবং সক্রিয় ভুমিকা
পালন করতে দেখা যায়।
টোকিও বৈশাখী মেলায় তার অংশগ্রহন ছাড়া যেনো দর্শকদের অপূর্ণতা থেকে যেত।
বাংলাদেশ থেকে আগত স্বনামধন্য শিল্পীদের তিনি যন্ত্রে সহযোগিতায় ভুমিকা
রাখতেন।
তার মৃত্যুতে জাপান প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ
মাধ্যমে পরিচিত সকলে দিনব্যাপী বাবু’র মৃত্যুতে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ
করতে দেখা যায়।
আজ শুক্রবার মাগরিব নামাজ শেষে মিসাতো মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত
হয় । সাপ্তাহিক কর্মদিবস সত্বেও জানাজা নামাজে প্রবাসীদের ঢল নামে ।
আগামীকাল দুপুরে জাপানের ইবারাকি প্রিফেকচারে মুসলিম কবরাস্থানে তার দাফন
সম্পন্ন করা হবে ।
তিনি স্ত্রী, ২ কন্যা সন্তান এবং ৩ নাবালক পুত্র সন্তান রেখে গেছেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|