জাপানে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ফেস্টিভ্যাল
কমিউনিটি রিপোর্ট ।।
শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল এর দ্বিতীয় আসর। গত ২৭ আগষ্ট রোববার জাপানের
রাজধানী টোকিওর নিকট কানাগাওয়া প্রিফেকচারের সাগামিহারা শহরের তাকাদাবাশি
উদ্যানে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশীদের এই মিলন মেলা।
বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি, বাংলাদেশের
সাংস্কৃতি ও খাবারকে সাধারণ জাপানিদের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসী
বাংলাদেশী নারীদের হাতে তৈরি দেশী খাবারের স্বাদ সকলের কাছে পরিবেশন করা
ছিলো মেলার মূখ্য উদ্দেশ্য।
চটপটি, ফুচকা, প্যাটিস, সিঙ্গারা, পেঁয়াজু, বেগুনি,বিরিয়ানী, হরেক রকম আচার,
দৈ, কেক সহ জিভে পানি আনা নানান খাবারের স্টল, দেশীয় পোষাক ইত্যাদি ছিলো
মেলার অন্যতম আকর্ষণ। প্রবাসী সাংস্কৃতিক গোষ্ঠি উত্তরণ এবং স্বরলিপির নানা
পরিবেশনা দিনভর দর্শকদের মাতিয়ে রাখে। এ ছাড়াও জাপানের একটি জাজ সংগীতের দল
অনুষ্ঠানে ঘন্টাব্যাপী জাজ পরিবেশন করেন। স্থানীয় বাংলাদেশী শিল্পীরাও গান
পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতে একটি দেশাত্মকবোধক গান পরিবেশন করা হয়। এরপর কেক কেটে
মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
শত শত প্রবাসী বাংলাদেশী, জাপানি সহ বিভিন্ন দেশের অসংখ্য মানুষ মেলা উপভোগ
করেন।
বাংলাদেশ ফেস্টিফ্যালের উদ্যোগতা জাপানের বিশিষ্ট বাংলাদেশী ব্যবসায়ী জনাব
ইলিয়াস মুনসী প্রবাসী বাংলাদেশীদের এক করে দেশীয় আমেজে, দেশীয় সাংস্কৃতিকে
উপভোগ করার ইচ্ছার কথা উল্লেখ করে মেলায় আসা অতিথি এবং স্টল মালিকদেরকে
আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা স্বেচ্ছাসেবী ও
বিজ্ঞাপনদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই মেলা আগামীতেও অব্যাহত
রাখার কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
সুর্যাস্তের কিছু পর মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত মেলাটির যবনিকা টানা
হয়।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|